ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

কোহলিকে জড়িয়ে ধরে শেষ মুহূর্তে সান্ত্বনা দিলেন আনুশকা 

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৬ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ০৯:০৯

এবারের ওয়ানডে বিশ্বকাপে অন্যরকম ছিলো ভারত। তাদের খেলার দিন যেমন গ্যালারি যেমন ছিলো দর্শকে ঠাসা। তেমনই ছিলেন তাদের সহধর্মিণীরা। দর্শকের ভূমিকায় ছিলেন তারা। ছিলেন ক্রিকেটার স্বামীর ছায়ার মতো। সাহস দিলেন, সমর্থন দিলেন আর দিলেন উড়ন্ত চুমোর বন্দনাও।

তবে শেষ পর্যন্ত বেদনায় ধরা দিলো তাদের সামনে। যে বেদনার রঙ নীল হলো ভারতের জার্সি। যেনো নীল সমুদ্রে টালমাটাল হলো ভারতের মাটি।

তারই স্বাক্ষী হয়ে থাকলো আনুশকা শর্মা। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে হারার পরই বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন তিনি। সহধর্মিণীর মতোই পাশে থেকে দিলেন সান্ত্বনা। একাধিক বলি তারকারাও ভারতীয় ক্রিকেট দলের এই চেষ্টা, তাদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন।

২০০৩ এর সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও ফিরে এল। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় এদিন ভারত, আর অতীতের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের হারে ভারতীয় ক্রিকেট দল। তবে ফাইনালে হারলেও গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তারা। নিজেদের পারফরমেন্স দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিরাট-রোহিতরা। ফাইনালের দিনও পঞ্চাশ রান করেন বিরাট। সেই মুহূর্তে যেমন অনুষ্কা খুশি হয়েছিলেন। ঠিক তেমনই ভারত যখন হেরে যায় তার কিছু পরেই বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা। ভরসা দেন তাকে। তাদের এই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। যদিও ছবিতে বিরাটের মুখ দেখা যাচ্ছে না। কেবল জার্সির নাম এবং নম্বর দেখা যাচ্ছে।

এদিন মায়ের সঙ্গে মাঠে এসেছিলেন অনুষ্কা। কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি আবারও গর্ভবতী। এই অবস্থাতেও বিরাট এবং গোটা দলকে সমর্থন করতে মাঠে হাজির ছিলেন তিনি। সঙ্গে কেএল রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী আথিয়া শেট্টিকেও দেখা যায়। এছাড়া ছিলেন রোহিতের স্ত্রী রিতিকা, রবীন্দ্র জাদেজার স্ত্রী, প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ