নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। হেভিওয়েট এই ম্যাচের ভিতরে চিন্তায় ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি। কিন্তু ম্যাচ নিয়ে নয়, পরিবার নিয়েই চিন্তায় ভারতীয় টিমের তারকা বোলার।
রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ফাইনালে ম্যাচের আগেই অসুস্থ হয়ে পড়েছেন শামির মা। তিনি এখন উত্তর প্রদেশের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। ভারতীয় বিভিন গণমাধ্যমের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকালেই অসুস্থ হয়ে পড়েন মোহাম্মদ শামির মা অঞ্জুম আরা। উত্তর প্রদেশের আমরোহায় একটি হাসপাতালে ভর্তি তিনি। সামির মায়ের সঙ্গে বর্তমানে তার মেয়ে রয়েছেন।
এছাড়া ভারতীয় বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, এদিন সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শামির মা অঞ্জুম আরা। বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হলেও, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি কেমন রয়েছেন, তা এখনও জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেই রোববার সকালে শামির সঙ্গে ফোনে কথা বলেন তার মা। ছেলের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং ম্যাচের জন্য অগ্রিম শুভেচ্ছাও জানান। টিমের বাকি সদস্যদের সম্পর্কেও খোঁজ-খবর করেন তিনি।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ