ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বিশ্বকাপ শুরু আগামীকাল, এর আগেই আইসিসির নতুন নিয়ম

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ১৪:৩১ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ১৪:৩৬
ফাইল ছবি

আগামীকাল ভারতের আহমেদাবাদে উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এর আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সুপার ওভারের নিয়মে এনেছে পরিবর্তন। আগে ম্যাচ টাই হলে সুপার ওভারের নিয়ম ছিল। এরপর আবার টাই হলে কি হবে? গতবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে এমন পরিস্থিতি হয়েছিল। যদিও তা বাউন্ডারির হিসেবে ম্যাচটি ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।

তবে ২০২৩ বিশ্বকাপে থাকছে না সেই নিয়ম। ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ওভারে ম্যাচ শেষ হওয়ার পর তা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারের পরে আবারও ম্যাচ টাই হয়। তবে বাউন্ডারির ভিত্তিতে ইংল্যান্ড এগিয়ে থাকায় ম্যাচ তাদের পক্ষে যায়। এটি ক্রিকেট বোদ্ধাদের কাছে তেমন গ্রহণযোগ্যতা পায়নি। যার কারণে বিশ্বকাপের পরবর্তী আসর শুরুর আগেই সেই নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয় আইসিসি।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সুপার ওভারে দল আগের মতোই ৩ ব্যাটার এবং এক বোলারকে নিয়ে খেলবে। তবে আইসিসি সুপার ওভারে ২০২৩ বিশ্বকাপে যে পরিবর্তনটা এনেছে তা হচ্ছে, যদি কোনো ম্যাচ সুপার ওভারে গড়ায় এবং আর সেটিও টাই হয়, তাহলে আবারও সুপার ওভারে খেলা অনুষ্ঠিত হবে। যতক্ষণ না ম্যাচে কোনো ফলাফল বের হয় ততক্ষণ সুপার ওভারে খেলা চলতে থাকবে। আবহাওয়া বা অন্য কোনো পরিস্থিতির কারণে কিছু ব্যাহত না হলে ম্যাচ চলতে থাকবে।

২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন বলেছিলেন, ‘শুধু আশা করি, এরকম মুহূর্ত আর কখনও না আসুক।’ আইসিসি এবার কেইন উইলিয়ামসনের সে কথাই রেখেছে।

২০২৩ বিশ্বকাপে ভারতের আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে আগামী ৫ অক্টোবর। এ ম্যাচ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের।

নয়া শতাব্দী/এসএ/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ