ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ রানে হেরেছে পাকিস্তান

প্রকাশনার সময়: ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০৮

২০২৩ আইসিসি বিশ্বকাপের আগে নিজেদের ২য় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ রানে হেরেছে পাকিস্তান। লক্ষ্যটা ৩৫২ রানের হলেও শুরু থেকে ভাল ব্যাটিং করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি পাকিস্তান। ১৪ বল হাতে রেখে ৩৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

এদিন অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৩৫২ রানের জবাবে ১৫ ওভারে ৪ উইকেট হারালেও ৫ম উইকেট জুটিতে ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের জুটি গড়েন বাবর আজম। ব্যক্তিগত ৮৪ রান করে ইফতিখার আউট হয়ে যাবার পর অন্যদের সুযোগ করতে গিয়ে ৯০ রানে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন বাবর

বাবর আজমের ফিরে যাবার পর মোহাম্মদ নাওয়াজ ফিফটি করে আশা জাগালেও শেষ পর্যন্ত ৩৩৭ রানেই অলআউট হয় পাকিস্তান। অজিদের হয়ে মার্নাস লাবুশেন ৩টি উইকেট ও প্যাট কামিন্স ও মিশেল মার্শ ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৫১/৭ রান তোলে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে কেউ সেঞ্চুরির দেখা না পেলেও প্রত্যেকেই রান পেয়েছেন। গ্লেন ম্যাক্সওয়াল ৭৭, ক্যামেরুন গ্রীন ৫০*, জস ইংলিশ, ডেভিড ওয়ার্নার করে ৪৮ করে রান।

পাকিস্তানের হয়ে দুট উইকেট পান উসামা মীর।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ