নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক অজয় জাদেজা ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এবার সেই জাদেজা এখন আফগান ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বিজ্ঞপ্তিতে এসিবি জানায়, ‘ভারতের সাবেক অধিনায়ক ও মিডল অর্ডার ব্যাটার অজয় জাদেজাকে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।’ মঙ্গলবার (৩ অক্টোবর) রাশিদ খান-মোহাম্মদ নবিদের সঙ্গে যোগ দেবেন জাদেজা।
নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতকে ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন অজয়। নিষেধাজ্ঞা ২০০৫ সালে কাটলেও ২২ গজের ব্যাট-বলের লড়াইয়ে আর ফেরা হয়ে ওঠেনি এ ক্রিকেটারের। তবে ক্রিকেট ছাড়তে পারেননি তিনি। ধারাভাষ্যকার হিসেবে নতুন ক্যারিয়ার শুরু করেন সাবেক এই ক্রিকেটার।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু হবে আফগানদের।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ