নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বোলারদের সামনে অসহায় ব্যাটাররা। কেবল তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজের ঝলমলে ব্যাটিংয়ে স্বস্তি মিলেছে। কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৭ ওভারে।
সোমবার (২ অক্টোবর) গোয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ। তবে সংশোধিক ডিএলএস অনুযায়ী ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রানের।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হাসান শান্তর দল। যদিও ৪৪ বলে ৪৫ রান করে কিছুটা সময় এক প্রান্ত আগলে ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান। আর মধ্যভাগে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ ৮৯ বলে ৭৪ রান করেন। মূলত মিরাজ-তানজিদের ব্যাটেই মুখরক্ষা করার মতো রান স্কোর কার্ডে যোগ করতে পেরেছে টাইগাররা।
ইংলিশদের বোলিং তোপে আর কোনো টাইগার ব্যাটারই ২০ রানের ঘর ছুঁতে পারেননি। ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
ইংরেজদের হয়ে বল হাতে তোপ দেগেছেন রিস টপলি ও আদিল রশিদরা। টপলি নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট।
বাংলাদেশ : ৩৭ ওভারে ১৮৮/৯।
(তানজিদ তামিম ৪৫, লিটন ৫, শান্ত ২, মিরাজ ৭৪, মুশফিক ৮, মাহমুদউল্লাহ ১৮, হৃদয় ৫, মেহেদি ৩, নাসুম ০, তাসকিন ১২*, শরিফুল ৩*; টপলি ৫-১-২৩-৩, কারান ৫-০-২৩-১, উইলি ৫-১-২৬-২, ওকস ৫-০-২৫-০, উড ৩-০-৯-১, আটকিনসন ৫-০-৩১-০ রশীদ ৫-১-২৭-২, লিভিংস্টোন ২-০-১৭-০, মঈন ২-০-৭-০)।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ