নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোহাম্মদ শামি। অবশ্য তার ৫ উইকেট নেওয়া সত্ত্বেও ২৭৬ রান তোলে অস্ট্রেলিয়া। তবে এ রান টপকাতে খুব একটা সমস্যা হয়নি স্বাগতিকদের। ৮ বল হাতে রেখে ৫ উইকেটে এ রান টপকে গেছে ভারত। ভারতের এই জয়ে পাকিস্তানকে সরিয়ে র্যাংকিংয়ের চূড়ায় উঠেছে ভারত। এতে সব ফরম্যাটেই ভারত এখন সবার শীর্ষে।
ওয়ানডেতে ভারতের রেটিং পয়েন্ট হয়েছে ১১৬। মাত্র এক পয়েন্ট (১১৫) কম নিয়ে অবনতি ঘটেছে বাবর আজমের দলের। তাদের পরই তিন নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। তবে প্যাট কামিন্সের দল শীর্ষ দুই দেশের চেয়ে বেশ পিছিয়ে আছে। পরাজয়ের কারণে দুই পয়েন্ট হারিয়ে তাদের রেটিং এখন ১১১।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত। শুভমান গিল ও ঋতুরাজ গায়কোয়াড ওপেনিং জুটিতে ১৪২ রান তুলে নেন। ঋতুরাজ ৭১ ও শুভমান ৭৪ রান করেন। এরপর দ্রুত চার উইকেট তুলে ম্যাচে ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি করেছিল অস্ট্রেলিয়া। তবে অধিনায়ক লোকেশ রাহুল ও সূর্যকুমার শক্ত হাতে ব্যাট চালিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সূর্যকুমার ৫০ রানে আউট হলেও রাহুল ৫৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে মোহালিতে টসে হেরে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ছাড়া অস্ট্রেলিয়ার ব্যাটারদের প্রায় সবাই উইকেটে সেট হয়েছিলেন। এর মধ্যে শুধু ওয়ার্নার হাফসেঞ্চুরি করতে সক্ষম হন। স্মিথ, ল্যাবুশেন, গ্রিন, স্টয়নিসদের সবাই সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। শামির দারুণ বোলিংয়ের কারণেই তারা বড় ইনিংস খেলতে পারেননি। ওয়ানডেতে এ নিয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেটের স্বাদ নিলেন শামি।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ