ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে থাকছেন যারা

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৮

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। লিটন কুমার দাসের ছন্দে ফেরা, তামিম ইকবালকে পরখ করে দেখা, মাহমুদউল্লাহ বা সৌম্য সরকারকে বিশ্বকাপ দলে নেওয়ার আগে ভালোভাবে যাচাই করার মঞ্চ সিরিজটি।

বৃষ্টির কারণে এ পরিকল্পনাগুলো আলোর মুখ নাও দেখতে পারে। শেষের ম্যাচ দুটি না হলে অন্ধকারে থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। সে ক্ষেত্রে ভরসা হয়ে থাকবে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ। শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটি হবে আসামের গৌহাটিতে। সেপ্টেম্বরের শেষান্তে বৃষ্টি বাধা হতে পারে সেখানেও। ওসব পরের ভাবনা। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হওয়া খুবই প্রয়োজন।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের আট ক্রিকেটার না থাকলেও লকি ফার্গুসনরা কতটা ভালো বোলি করেন এবং স্বাগতিক ব্যাটাররা তা স্বাচ্ছন্দ্যে মোকাবিলা করতে পারেন কিনা, সেটা দেখা হয়নি। দ্বিমুখী লড়াইয়ের উত্তাপ উপভোগ করতে পারেননি কেউই। প্রথম ম্যাচে উইল ইয়াং ও হেনরি নিকলসের ব্যাটিং বেশ লেগেছে। বৃষ্টিস্নাত উইকেটেও জুটি গড়ে তোলেন তারা। অর্থাৎ বাংলাদেশের কন্ডিশন নিয়ে যে ভয়ভীতির কথা বলা হচ্ছিল, সিরিজ শুরুর আগে তা আসলে কিউইদের ওপর তেমন প্রভাব ফেলতে পারেনি।

আবার স্বাগতিক বোলিং লাইনআপ নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা নিয়ে হতাশার কিছু দেখা যায়নি। বরং একটু একটু করে মুস্তাফিজকে ফিরে পাওয়া দলের জন্য স্বস্তির। মাহমুদউল্লাহর বোলিংয়ে ফেরা, সৌম্যর স্পেল– বোলিংয়ের বিকল্প হাতগুলোও মজবুত করছে। অলরাউন্ডারের সঙ্গে সেমি অলরাউন্ডার যোগ হলে দলেরই লাভ। ব্যাটিং-বোলিং সব দিক থেকে শক্তপোক্ত হয়ে খেলতে পারবে বিশ্বকাপে। তাই সমর্থক, ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট– সবার প্রার্থনা থাকবে মাঠে থাক ক্রিকেট। এ ম্যাচের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে পেসার হাসান মাহমুদকে।

যেমন হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ