নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই অন্য রকম রোমাঞ্চ। যেখানে এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছিল তারা। পাকিস্তান ফাইনালে গেলে তৃতীয়বার দেখা হয়ে যেত। ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্বে খেলবে দুদল। তবে তার আগে আরও একবার দেখা হয়ে যেতে পারে।
সব ঠিকঠাক থাকলে এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুল খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। তার আগে গ্রুপ পর্যায়ে ছোট দেশগুলি একে অপরের বিপক্ষে খেলে নকআউটের যোগ্যতা অর্জন করবে। শ্রীলংকা এবং বাংলাদেশও কোয়ার্টার থেকে খেলছে। দুই দেশই যদি সব ম্যাচ জেতে তা হলে ফাইনালে মুখোমুখি হবে।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার রিংকু সিং বলেন, ‘আমি নিশ্চিত যে এশিয়ান গেমসের ফাইনালে ভারত এবং পাকিস্তানই খেলবে। আমাদের দলটা বেশ শক্তিশালী। দলে তারকা এবং প্রতিভাবান ক্রিকেটারেরা রয়েছে। রুতুরাজের মতো প্রতিভাবান অধিনায়ক রয়েছে। ওর অধীনে খেলার জন্যে মুখিয়ে রয়েছি। ভারতীয় দলে তাড়াতাড়ি যোগ দিতে চাই। এশিয়ান গেমস থেকে সোনা জিতে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ