নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
এশিয়া কাপ শেষেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। ইতোমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার লক্ষ্যে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। সাকিব-মুশফিকদের ছাড়াই কিউইদের বিপক্ষে লড়বে টাইগাররা। বিশ্বকাপের আগে সর্বশেষ এই ওয়ানডে সিরিজে ঘরের মাঠে সফরকারীদের হোয়াইটওয়াশ করলেই সুখবর পাবে বাংলাদেশ দল।
সফরকারী নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে যাবে টাইগাররা। কিউইদের বিপক্ষে তিন জয়ে তখন টাইগারদের রেটিং পয়েন্ট হবে ৯৯।
হোয়াইটওয়াশের পরিবর্তে রিয়াদ-লিটনরা যদি সিরিজ ২-১ এ জিতে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯৬। সেক্ষেত্রে টাইগারদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না।
ঘরের মাঠে টাইগাররা যদি নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় তাহলে আটে নেমে যাবে লিটন-তামিমরা। বাংলাদেশকে পেছনে ফেলে তখন সাতে উঠে যাবে শ্রীলঙ্কা। বর্তমানে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে বাংলাদেশ।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ