ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সাকিব ইসলাম ধর্ম মেনে চলেন, বাহবা দিলেন মৃত্যুঞ্জয়

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৭ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৪

বাংলাদেশ জাতীয় দলের দুই নতুন ক্রিকেটার তানজিম হাসান সাকিব ও মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে মৃত্যুঞ্জয় বর্তমানে দলে না থাকলেও রয়েছেন সাকিব। আধুনিক যুগে যেখানে তরুণরা নানান অপকর্মে জরিয়ে পড়েছে সেখানে ব্যতিক্রম সাকিব। পূর্ণাঙ্গ জীবনবিধান ইসলাম নিয়ে যেমন নিজে পড়াশোনা করেন, তেমনই সবার মাঝে ছড়িয়ে দিতে মোটেও দ্বিধাবোধ করেন না এই ক্রিকেটার। আর সাকিবের এমন কাজকে বাহবা দিচ্ছেন মৃত্যুঞ্জয়।

সাকিবের এই সাহসিকতা দেখে দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছেন। কেউ কেউ তো দাবি তুলে বসেছেন সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার। সেই তালিকায় শুধু সাধারণ মানুষ নয়, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও আসছেন। তবে তারা হয়তো ভুলে গেছেন বাংলাদেশের সর্বোচ্চ আইন অর্থাৎ সংবিধান নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা যেমন দিয়েছে, তেমনই সংবিধানের ৪১ অনুচ্ছেদ নাগরিকদের অধিকার দিয়েছে যেকোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের।

ধর্মীয় অনুশাসন মেনে চলা সাকিব শুরু থেকেই তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ারও চেষ্টা করেন। ক্রিকেট মাঠেও তাকে আত্মবিশ্বাস এনে দেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সমালোচনা করলেও সাকিব-মৃত্যুঞ্জয়ের সতীর্থরা কিন্তু বরাবরই তাদের পাশে আছেন। ধর্মীয় বিষয়ে জানতে তারা এই দুই ক্রিকেটারের শরণাপন্নও হন। বাইরের মানুষের এই বাঁকা চোখে তাকানোকে মোটেও গোনায় ধরেন না সাকিবরা।

সাকিব জানান, 'সতীর্থরা খুবই ইতিবাচকভাবে দেখেন। যখনই তারা কিছু একটা না বোঝে বা ইসলামিক কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আমাদের দুইজনের কাছে আসে। আমরা যদি তাহলে আমরা বলি নাহলে বিভিন্ন স্কলারের কাছে প্রশ্ন করে ওদেরকে উত্তর জানাই।'

নিন্দুকরা যখন সাকিবকে নিয়ে কাঁটাছেড়া করার চেষ্টা করছেন, সেই সময়ে তার পাশে দাঁড়িয়ে মনোবল জুগিয়েছেন মৃত্যুঞ্জয়। বন্ধুকে মনে করিয়ে দিয়েছেন, নিন্দুকের কথায় কান না দিয়ে নিজের জীবনকে নিজের মতো গুছিয়ে রাখার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৃত্যুঞ্জয়ই বার্তা দিয়েছেন সাকিবকে নিয়ে।

মৃত্যুঞ্জয় বলেছেন, 'আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি কর‍তে আসিনি, আমরা শুধুই এসেছি আল্লাহকে খুশি করতে। তবে আমরাও ভুলের উর্ধ্বে নই। আমরা তো আমাদের দ্বীন (জীবনবিধান) ইসলাম প্রচার করছি, এর বাইরে কিছুই না।'

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ