নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাবর আজম। এর আগে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে নিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে পাক তারকা ক্রিকেটারের সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর। দলটির ফেসবুক পোস্টে বিষয়টি তারা নিশ্চিত করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি থেকে ১৫ কোটি রূপির প্রস্তাব পেলেও সেখানে খেলবেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, কিছুদিন আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে আসন্ন বিপিএল মাতাবেন সাকিবের হয়ে তারকা এই ব্যাটার।
এর আগে, ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে সাকিব আল হাসানকেও দলে নিয়েছে রংপুর রাইডার্স। নিজেদের ফেসবুক পেজে এক ভিডিওতে এই তারকা ক্রিকেটারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছিল দলের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ