ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

বিপিএলে রংপুরে খেলবেন সাকিব

প্রকাশনার সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১৯
সাকিব আল হাসান। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের আসরে রংপুর রাইডার্সে খেলবেন সাকিব আল হাসান। গতবার ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। এবার তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

নিজেদের ফেসবুক পেজে এক ভিডিওতে সাকিবকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সাকিব আল হাসান এবারের বিপিএলে রংপুর রাইডার্সের সাথেই থাকবে। ২০১৯ সালে আমরা একবার সাকিব আল হাসানকে সাইন করিয়েছিলাম। দুর্ভাগ্যবসত সে বছর বিপিএল অনুষ্ঠিত হয়নি। গত তিন চার বছর ধরেই আমাদের ইচ্ছে ছিল সাকিব রংপুরে খেলবে। রংপুর সাকিবকে খেলাবে। এবার ইনশাল্লাহ সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে।’

গত আসরে রংপুরে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে তিনজনকে ধরে রেখেছে তারা। এই তালিকায় আছেন শেখ মেহেদী, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। তাদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ