নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এবার বরিশাল ছেড়ে দুই বছরের জন্য রংপুর রাইডার্সে নাম লেখালেন সাকিব। এর আগেও রংপুরের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, ‘সাকিব বিপিএলে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছে। পারস্পরিকভাবে সবকিছুই সম্পন্ন হয়েছে। ’ সাকিব ইতোমধ্যেই রংপুরে যোগ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন। চুক্তি পাকাপাকি করার জন্য অনুমতি চেয়েছেন বিসিবির কাছে।
সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। তবে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি তারা। এ ছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।
বরিশালের হয়ে দুই আসরে ২৪ ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। যেখানে ব্যাট হাতে ৬৫৯ রান ও বল হাতে ২৬ উইকেট শিকার করেছেন এ অলরাউন্ডার।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ