ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

চোখের শান্তি : শচীন

প্রকাশনার সময়: ১৮ মে ২০২৩, ২৩:১৬

আইপিএলের ১৬তম আসরের প্রথম রাউন্ড প্রায় শেষ হতে চলল। তবে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে কেবল একটি দল। তারা হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। বাকি তিনটি দলের মধ্যে থাকতে ফ্র্যাঞ্চাইজিগুলো তুমুল লড়াইয়ে নেমেছে।

আজ (১৮ মে) পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। পাঁচ নম্বর থেকে প্লে-অফ খেলার আশা এখনও বেঁচে রয়েছে কোহলিদের। তাদের বিপক্ষে আগে ব্যাট করে হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন।

চলতি মৌসুমে হায়দরাবাদ থেকে দুটি শতরানের ইনিংস দেখেছে ভক্তরা। হ্যারি ব্রুকের পর দ্বিতীয় সেঞ্চুরি করলেন প্রোটিয়া ব্যাটার ক্লাসেন। ৫১ বলে ৮টি চার ও ৬টি ছয়ে তিনি ১০৪ রান করেন। যার ওপর ভর করে ৫ উইকেটে ১৮৭ রানের লড়াকু লক্ষ্য দিয়েছে হায়দরাবাদ।

বলতে গেলে বেঙ্গালুরুর বিপক্ষে দলকে একাই টেনেছেন এই আফ্রিকান মারকুটে ব্যাটার। ম্যাচের শুরুতে পরপর দুই ওপেনারকে হারিয়ে খাদে পড়ে যায় হায়দরাবাদ। সেখানে অধিনায়ক এইডেন মার্করামকে সঙ্গে করে ক্লাসেন দলকে টেনে তোলেন। আগ্রাসী ভঙ্গিতেই নিজের ভূমিকা পালন করেন ক্লাসেন। যদিও হায়দরাবাদের প্রতি ম্যাচেই তিনি মিডল অর্ডারে ভরসা হয়ে উঠেছিলেন। এদিনও তার ব্যতিক্রম নয়। ১৯তম ওভারে তিনি প্রথম আইপিএল সেঞ্চুরির দেখা পেয়েছেন।

তার এমন দুর্দান্ত ইনিংসে মুগ্ধ হয়েছেন ভারতীয় কিংবদন্তী ব্যাটার শচীন টেন্ডুলকার। তার খেলার ধরন নিয়ে প্রশংসামাখা টুইট করেছেন সাবেক এই লিটল মাস্টার, ‘আইপিএল সৃজনশীল এবং ঐতিহ্যবাহী ব্যাটিংয়ের মিশ্র আসর। আজ সেই ট্র্যাডিশনাল ব্যাটিংয়ের ক্লাসেনীয় (ক্লাসিক) প্রদর্শনী দেখলাম। ক্লাসেনের ফুটওয়ার্ক খুবই সাধারণ এবং সহজ, আমার দেখা সাম্প্রতিক অতীতে অন্যতম সেরা ব্যাটিং তার। পুরো চোখের শান্তি!’

ক্লাসেন ছাড়া শেষদিকে হায়দরাবাদের হয়ে ঝড় তোলেন হ্যারি ব্রুক। ২টি চার এবং এক ছয়ে তিনি ১৯ বলে ২৭ রান করেছেন। এছাড়া মার্করাম ওয়ানডে স্টাইলে করেন ১৮ রান। বেঙ্গালুরুর হয়ে ব্র্যাসওয়েল দুটি এবং মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ