ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

সাফে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

প্রকাশনার সময়: ১৭ মে ২০২৩, ১৮:৪৬
ছবি: সংগৃহীত

আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন শক্তিশালী লেবাননের বিপক্ষে। ব্যাঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় বিকেল ৪ টা)।

বাংলাদেশের গ্রুপের অন্য দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ জুন। ২৫ জুন মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিও বিকেলে। ২৮ জুন গ্রুপের শেষ ম্যাচটি ভুটানের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম দুই ম্যাচে প্রাপ্ত পয়েন্টের ওপরই নির্ভর করবে টুর্নামেন্টে বাংলাদেশের স্থায়ীত্ব। ২১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে ‘এ’গ্রুপের দুই দল কুয়েত ও নেপাল। স্বাগতিক ভারত গ্রুপের তিনটি ম্যাচই খেলবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত ৮টা)। ২৮ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে। ১ জুলাই একই দিন দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের সময় এখনো নির্ধারিত হয়নি।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ