ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

চার বছর পর ম্যাচসেরার পুরস্কার, যা বললেন মুস্তাফিজ

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৩, ১৬:৪৪

রোববার রাতে শেষ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের চেমসফোর্ডে শেষ ওয়ানডেতে নাটকীয়ভাবে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।

এ ম্যাচে ৪৪ রান দিয়ে নিয়েছেন মুস্তাফিজ, হলেন ম্যাচসেরা।

দলের অতিপ্রয়োজনের সময় মুস্তাফিজ একটা বিধ্বংসী স্পেল করেন ৩-০-৯-৩! যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ম্যাচসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়―দলকে জেতানোর বিশ্বাস ছিল কি না?

মুস্তাফিজ বলেন, ‘আমার তো এটা নরমালই… সব সময়ই তো করি!’ শেষ ম্যাচে নামার আগে কোনো পরিকল্পনা ছিল কি না―এমন প্রশ্নে মুস্তাফিজের জবাব, ‘এক দিন আগে থেকেই আমি ভাবছিলাম যে ৫ উইকেট নেব।’ ম্যাচসেরার ৭৫০ ডলার দিয়ে কী করবেন মুস্তাফিজ? জবাবে হাসতে হাসতে পেস তারকা বলেন, ‘শপিং করব।’

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ