ঢাকা, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪

রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

প্রকাশনার সময়: ১৪ মে ২০২৩, ২৩:৫৯ | আপডেট: ১৫ মে ২০২৩, ০০:১০

আইরিশদের ৪ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। বোলিংয়ে অনিয়মিত নাজমুল হোসেন শান্তকে এনে যেন বাজি ধরেছিলেন তামিম ইকবাল। আগের ম্যাচের বিধ্বংসী ব্যাটার হ্যারি টেক্টরকে শান্ত অফ-স্পিনে বাউন্ডারিতে ধরাশায়ী করেছেন। লিটন দাসের তালুবন্দি হওয়ার আগে টেক্টরের সংগ্রহ ৪৫ রান।

এরপর দ্রুত উইকেট হারিয়ে ক্রমাগত হারের পথে এগিয়ে যায় আইরিশরা। সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে জায়গা না পাওয়া মুস্তাফিজুর রহমানের ৪ শিকারে বাংলাদেশ টানা দ্বিতীয় সিরিজে জয় পেয়েছে।

তবে আইরিশ ইনিংসের ৩৭তম ওভারটাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত। অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ওই ওভারে আইরিশরা পায় ২১ রান। অথচ এর আগে স্বাগতিকদের ৭৪ বলে ১০১ দরকার ছিল। সেই ধাক্কা সামলে ব্রেক-থ্রু চাওয়া ছিল টাইগারদের। শান্ত এসে সেটাই নিশ্চিত করেছেন।

এরপর মুস্তাফিজ ও হাসানের বোলিং তোপ আইরিশদের কফিনে শেষ পেরেকের কাজ করেছে। তবে তখনও নাটকীয়তার কিছুটা বাকি। ক্রিজে থাকা মার্ক অ্যাডায়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন টাইগারদের জয় ছিনিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তার ওপর বাড়তি পাওনা হিসেবে আসে বাউন্ডারিতে মেহেদী হাসান মিরাজের হাত ফসকানো ক্যাচ।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ