ঢাকা, শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০, ২০ জিলকদ ১৪৪৪

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পাকিস্তানের

প্রকাশনার সময়: ১৩ মে ২০২৩, ২০:০২

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চতুর্থ ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো পাকিস্তান যুবা দল। পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার শাহজাইবের অপরাজিত ১০৫ রানের ইনিংসে সহজ জয় পায় দলটি।

শনিবার (১৩ মে) রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে সিরিজে চতুর্থ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক মির্জা সাদ। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ইনিংসের শুরুতেই মাত্র ৩১ রানে দুই উদ্বোধনী ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ যুবা দল। এরপর আরিফুল ইসলাম ৫০ ও মাহফুজুর রাব্বি ৩৪ এবং শেখ পারভেজ জীবনের ৩০ রানের উপর ভর করে ১৯৯ রানে ইনিংস শেষ হয় টাইগারদের।

পাকিস্তানের বোলারদের মধ্যে আইমাল খান ৭ ওভারে ৩৪ রানে ৩টি ও আলী আসফান্দ ৯.৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন।

২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলের দুই উদ্বোধনী ব্যাটার ২৯.২ ওভারে ১৫২ রান করলে পাকিস্তান দলের জন্য জয় সহজ হয়ে যায়। আজম খান ৯১ বলে ৫২ রান করে মাহফুজুর রাব্বির বলে স্ট্যাম্প আউট হন। তিন নাম্বারে খেলতে আসা সামাইল হোসেইনকে ব্যাক্তিগত ৭ রান ও দলীয় ১৭৬ রানে ফিরিয়ে দেন রাফিউজ্জামান রাফি। জয়ের জন্য বাকী রান করতে বেশি কষ্ট করতে হয়নি পাকিস্তান যুবাদের।

অপর উদ্বোধনী ব্যাটার শাহজাইব অধিনায়ক মির্জা সাদকে নিয়ে ৩৬.৫ ওভারে ২০২ রান করে ৮ উইকেটে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে মাঠ ত্যাগ করেন। মাত্র ১৫ বলে ৩টি ছয় ও দুইটি বাউন্ডারি হাকিয়ে অপরাজিত ২৯ রান ছিলেন মির্জা।

এছাড়াও দলের জয়ে নায়ক শাহজাইব ১০৫ বলে ৩টি ছয় ও ১৪টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১০৫ রান করেন। ব্যাট হাতে দারুণ খেলে ম্যান অফ দ্যা প্লেয়ার এর ট্রফি জিতেছেন শাহজাইব। তার হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চতুর্থ ম্যাচে পরাজিত হওয়ায় ১-৩ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আগামী ১৫ মে সোমবার একই ভেন্যুতে ৫ম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। রাসিক মেয়রের হস্তক্ষেপে মাঠে দর্শক প্রবেশ করায় অনেক নারী দর্শকসহ কয়েক শত ক্রিকেট প্রেমী খেলাটি উপভোগ করেন।

নয়াশতাব্দী/এসআর/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ