ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

রংপুরের সাথে হেরে ছিটকে গেল বরিশাল

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটরে শামীম হোসেনের ব্যাটে চড়ে ফরচুন বরিশালকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বাঁচামরার লড়াইয়ে হেরে আসর থেকে ছিটকে গেল সাকিবের দল।

রোববার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭১ রান তাড়া করতে নেমে তিন বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

৫১ বলে ৭১ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামীম। বরিশালের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন সাকিব আল হাসান, খালেদ আহমেদ ও কামরুল ইসলাম।

বাঁচামরার ম্যাচে রান তাড়া করতে নেমে শুরুতেই সাকিব আল হাসানের বোলিং তোপে পড়ে রংপুর। মেডেনের পাশাপাশি মোহাম্মদ নাঈমের উইকেট তুলে নেন বরিশাল অধিনায়ক। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে উল্টো চাপ তৈরি করেন রংপুরের দুই ব্যাটার রনি তালুকদার ও শামীম হোসেন। অষ্টম ওভারে এসে কামরুল ইসলাম রাব্বি নিজের দ্বিতীয় বলে রনির উইকেট তুলে নিলে ফের লড়াইয়ে ফেরে বরিশাল। ততক্ষণে রংপুরের স্কোরবোর্ডে যোগ হয় ২ উইকেটের বিনিময়ে ৬১ রান।

তৃতীয় উইকেটেও নিজেদের রানের গতি ধরে রাখে শামীম ও নুরুল হাসান সোহান। ১৩ বলে ১৮ রান করা সোহানকে ফিরিয়ে রানের চাকা কিছুটা মন্থর করার চেষ্টা করেন সাকিব। তবে ক্রিজের আরেক প্রান্ত আগলে ধরে ফিফটি হাঁকিয়ে ঠিকই দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন শামীম। রংপুরের জয় যখন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, ঠিক তখনই লড়াই জমিয়ে তোলেন পেসার খালেদ আহমেদ।

১৫তম ওভারে এ বোলার আক্রমণে এসে মাত্র দুই রান খরচায় তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। ৩০ বলে তখন রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৭ রান। ১৭তম ওভারে এসে চার রান দিয়ে আবার তুলে নেন শামীমের উইকেট। ৫১ বলে ৪ চার ও ৪ ছক্কায় এ ব্যাটারের ইনিংস থামে ৭১ রানে। চলতি বিপিএলে এটি শামীমের প্রথম অর্ধশতক রানের ইনিংস।

১৮তম ওভারে কামরুল ডোয়াইন ব্রাভোর উইকেট তুলে নিলে জয় কিছুটা কঠিন হয়ে যায় রংপুরের জন্য। তবে দাসুন শানাকা ও শেখ মেহেদী হাসান দলকে হতাশ করেননি। শানাকার ১২ বলে ১৬ ও মেহেদীর ৯ বলে ১৮ রানে ভর করে ৪ উইকেটের জয় নিশ্চিত করে রংপুর।

ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। যেখানে আজ সন্ধ্যায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন বরিশালের দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও আন্দ্রে ফ্লেচার। ক্যারিবীয় ওপেনার ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও, টাইগার অলরাউন্ডার মিরাজ খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। দলের প্রয়োজনে ৬৯ রানের ইনিংস খেলেছেন মিরাজ। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার এবং এক ছক্কার মার।

তার পর মাহমুদউল্লাহর ২১ বলে ৩৪ এবং করিম জানাতের ২৫ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় সাকিবের দল।

এলিমিনেটরের জন্য উড়িয়া আনা লঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসা ১০ বলে অপরাজিত ছিলেন ১৭ রান করে। রংপুরের হয়ে উল্লেখজনক কেউ বোলিং করতে পারেননি। দাসুন শানাকা ২৩ রানে তুলে নেন ২ উইকেট। আর বাকি উইকেটটি পেয়েছেন রাকিবুল হাসান।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ