নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মিরাজ ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে ভালো শুরু পায় ফরচুন বরিশাল। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান।
একপ্রান্তে ঝড় তোলেন মিরাজ। তবে আরেক ওপেনার ফ্লেচার ছিলেন নিষ্প্রভ। রংপুরের স্পিনার রাকিবুল হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে এই ক্যারিবীয় ব্যাটার ১৬ বলের মোকাবিলায় করেন ১২ রান। তবে তিনে নেমে মিরাজকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ। তাদের জুটিতে আসে ৬৯ রান।
রোববার (১২ ফেব্রুয়ারি) রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। শুরুটা হয় দারুণ।
ক্যারিবীয় ওপেনার ফ্লেচার ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও মিরাজ খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ৯ চার ১ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেছেন মিরাজ।
এরপর মাহমুদউল্লাহর ২১ বলে ৩৪ এবং করিম জানাতের ২৫ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭০ রানের পুঁজি পায় সাকিবের দল।
এলিমিনেটরের জন্য উড়িয়া আনা লঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসা ১০ বলে অপরাজিত ছিলেন ১৭ রান করে। রংপুরের হয়ে উল্লেখজনক কেউ বোলিং করতে পারেননি। দাসুন শানাকা ২৩ রানে তুলে নেন ২ উইকেট। আর বাকি উইকেটটি পেয়েছেন রাকিবুল হাসান।
রংপুর রাইডার্স
নুরুল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, রনি তালুকদার, শামীম হোসেন, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, মাহেদী হাসান, ডোয়াইন ব্রাভো, মুজিবুর রহমান, নিকোলাস পুরান, দাসুন শানাকাফরচুন বরিশাল সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক, কামরুল ইসলাম, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস, করিম জানাত, ভানুকা রাজাপাকসা, আন্দ্রে ফ্লেচার
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ