নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সাকিবের ফরচুন বরিশালকে হারিয়ে বিপিএল শেষ করলো খুলনা টাইগার্স। বরিশালের দেয়া ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় তুলে নেয় খুলনা। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ ওভারে ৩ উইকেটে মাত্র ৭৬ রান তুলতে পেরেছিল খুলনা। সেখান থেকে জয়ের দুর্দান্ত এক ইনিংস আর শেষদিকে হাবিবুর রহমান সোহানের ঝোড়ো ইনিংসে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।
খুলনার পক্ষে এদিন জয় ৪৩ বলে হার না মানা ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়া হাবিবুর রহমান ৯ বলে ৩০ রানের ঝড় তুলতে ২টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি বরিশালের ওপেনাররা। ২৮ রানেই দুই ওপেনারকে হারায় দলটি। তিনে নামা চাতুরাঙ্গা সিলভাও পারেননি টিকতে, ফিরেছেন ১৪ রানে।
ব্যাট করতে নেমেই মারমুখি হন সাকিব আল হাসান। তবে ২২ রানে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
এরপর প্রিটোরিয়াসকে নিয়ে জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ২১ রানে থাকা অবস্থায় বিদায় নেন এই আফগান ক্রিকেটার। প্রিটোরিয়াস থামেন ৪৮ রানে। এছাড়া করিম জানাত ১৮ রান করলে বরিশাল থামে ১৬৯ রানে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ