ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর 

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৭

এবারের বিপিএলে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে টস জিতে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর রাইডার্স।

এ ম্যাচ জিতলেই যে কোনো একটি দল চলে যাবে কোয়ালিফায়ারে। এরআগে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ইতোমধ্যে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স।

কোয়ালিফায়ারের দ্বিতীয় দল হিসেবে টিকিট পাওয়ার দৌড়ে আছে রংপুর ও কুমিল্লা। দু’দলেরই ১১ ম্যাচে ৮ জয় ও ৩ হারে সমান ১৬ পয়েন্ট আছে। রান রেটে এগিয়ে থাকার সুবাদে টেবিলের দ্বিতীয়স্থানে রংপুর। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে নামে কুমিল্লা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৭ ওভারে ৬৬ রান সংগ্রহ করেছে কুমিল্লা।

রংপুর রাইডার্স একাদশ

নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শামিম পাটোওয়ারী, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাভিন-উল-হক, আজমতউল্লাহ ওমরজাঈ, রহমানউল্লাহ গুরবাজ ও টম কোহলার-ক্যাডমোর।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, সুনিল নারাইন ও আন্দ্রে রাসেল।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ