নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
একদিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। বিপিএলে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল।
পয়েন্ট টেবিলের হিসেবে ১১ ম্যাচে ৮ জয় ও ৩ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে নুরুল হাসান সোহানের রংপুর। অন্যদিকে সমান ম্যাচে সমান জয়ে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার তিনে ইমরুল কায়েসের কুমিল্লা। এ ম্যাচে যারাই জয়ের বন্দরে পৌঁছবে তারাই চলে যাবে নক-আউট।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ