নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
এমাসের শুরুতেই পাকিস্তানের মাটিতে বাবর আজমদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। তবে ভারত সফরে এসে যেনো খেয় হারিয়ে ফেললো দলটি।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড। সিরিজের তিন ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর সেখান থেকে চার নম্বরে নেমে গেছে ব্ল্যাকক্যাপসরা। ঠিক উল্টোটা হয়েছে ভারতের ক্ষেত্রে। চার নম্বরে থেকে সিরিজ শুরু করে সিরিজ শেষে শীর্ষস্থানে উঠে এসেছে রোহিত শর্মার দল।
চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পর আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছিল ভারত। এবার নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ওয়ানডে ক্রিকেটেও শীর্ষ স্থানে চলে এল রোহিত শর্মার দল। ফলে সীমিত ওভারের দু’টি ফরম্যাটেই শীর্ষ দল এখন ভারত।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ