নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল ঢাকায় আসার বিষয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা আগে বাফুফে বিবৃতি দিয়ে স্থগিতের বিষয়টি জানায়।
বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমীর প্রেরিত বিবৃতিতে বলা হয়, বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ২টা ২০মিনিটে বাফুফের পূর্বনির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য, গত মাসে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জয় করে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে যোগাযোগ শুরু হয়। অবশেষে সেটা আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে বাংলাদেশে এসে আর্জেন্টিনা কাদের বিপক্ষে খেলবে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিল লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের বিপক্ষে খেলেছিল নাইজেরিয়া।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ