নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
২০২১ সালে স্প্যানিশ লা লিগার ম্যাচে হৃদরোগে আক্রান্ত হন সার্জিও আগুয়েরো। চিকিৎসকদের পরামর্শে সে বছরই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেন আর্জেন্টাইন তারকা। তবে চিকিৎসকের সবুজ সংকেত পেয়েই কদিন আগে মাঠে ফেরার ঘোষণা দেন আগুয়েরো। সোমবার রাতে অবসর ভেঙে খেলতে নেমেই গোল পেয়েছেন ৩৪ বছর বয়সি তারকা। পরে অবশ্য টাইব্রেকারে পেনাল্টি মিস করেছেন।
স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা জেরার্দ পিকে ‘কিংস লিগ’ নামে একটি নতুন ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন।
পেশাদার ফুটবল থেকে অবসর নেয়া ফুটবলার ও ইন্টারনেট ব্যক্তিত্বদের নিয়ে গড়া একেকটি দলে ৭ জন খেলতে পারেন। আগুয়েরো সেই লিগেই নিজের দল কুনিস্পোর্টসের হয়ে গোল করেছেন। ম্যাচের তখন ৩৬ মিনিট। পরসিনোস এফসির বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে কুনিস্পোর্টস। বক্সের বাইরে সতীর্থের পাসে বুক বরাবর বল পান আগুয়েরো।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ