ঢাকা, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আপনার ছেলেকে যা শেখানো জরুরি

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:২৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:৩১
ছবি : ইনসেটে শাহাদাত রাসএল

আপনার ছেলেকে যা শেখানো জরুরি। তার মধ্যে কয়েকটি-

১. বসে থেকে হ্যান্ডশেক করতে হয় না।

২. দর কষাকষিতে কখনোই প্রথমে প্রস্তাব দিবে না।

৩. কাউকে ধন্যবাদ জানাতে ও কৃতজ্ঞতা প্রকাশে দেরী করো না।

৪. হাসের মতো হও। ভেসে থাকা উপরের অংশ শান্ত রেখো, কিন্তু জলের নিচে খুব দ্রুত পা চালিয়ে যেও।

৫. একা একা ঘুরে বেড়ালে নিজেকে খুঁজে পাওয়া যায়।

৬. তোমার বিবেচনায় সবচাইতে যোগ্য মেয়েটিকে প্রস্তাব দিতে ভয় পেও না।

৭. মৃত্যুর পরে তোমাকে নিয়ে কী কী বললে তোমার ভালো লাগবে সেটা ভাবো। বেচে থাকতে সেরকম হওয়ার চেষ্টা করো।

৮. কারো উপর রেগে গেলে সেটা নিয়ে একটি কড়া ইমেল লেখো। তারপর ইমেলটি ডিলিট করে দিও।

৯. শুধু বিনয় দেখাবে না। বিনয় ও আত্মবিশ্বাস একসাথে দেখাবে।

১০. কৃতিত্ব অন্যকে দাও, ব্যর্থতার দায়ভার নিজের জন্য রাখো।

১১. উপকার করার অভ্যাস করো, উপকার করার নেশা করো না।

১২. মিথ্যা বলা আর চাপা মারা দুটো ভিন্ন জিনিস।

১৩. রেপুটেশন তোমার দূর্গ, যে কোনো মূল্যে রক্ষা করো।

১৪. ম্যানার্স মেইকস এ ম্যান।

১৫. দুর্বলকে রক্ষা করো, দুর্বলের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না।

১৬. টাকা উপার্জন হয়তো কঠিন, সম্মান অর্জন সহজ। তাই কখনো ছ্যাচড়ামি করো না।

১৭. ধর্ম, অর্থ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে মানুষের বিচার করো না।

১৮. পৃথিবীর প্রতিটি মানুষ স্বাতন্ত্র্য, তাকে সেভাবেই গ্রহণ করো।

১৯. বাহিরে নারীদের সাথে তেমন ব্যাবহার করো যেমন ব্যাবহার তুমি তোমার পরিবারের নারীদের সাথে বাহিরের মানুষের কাছে আশা করো।

২০. যেই শিক্ষা তোমার ভেতর থেকে অহংকার দূর না করবে সেই শিক্ষাকে প্রকৃত শিক্ষা ভেবো না।

২১. তুমি তোমার স্বাধীনতা উপভোগ করো কিন্তু অন্য কারো স্বাধীনতা খর্ব করে নয়।

২২. আজকের দিনের জন্য সুখী হতে চেষ্টা করো। কাল আদৌ হবে কিনা তুমি জানো না

২৩. যতোসময় তোমার আত্মবিশ্বাস থাকবে যে তুমি ঠিক ততোসময় নিজের উপর অন্যের প্রভাব পড়তে দিওনা, কিন্তু অন্যের কথাকে আন্তরিকভাবে বিশ্লেষণ করো।

২৪. তোমার কাছে তোমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ না এটা মনে রাখবে। তেমনই প্রতিটি মানুষ তার নিজের কাছে গুরুত্বপূর্ণ এটাও মনে রেখো।

২৫. কখনো তুমি পুরুষ হয়ে জন্মেছো বলেই নারীর চেয়ে বেশি সুবিধা আশা করো না এবং নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করো না।

২৬। অন্যের সাফল্যের সাথে নিজের সাফল্যের কম্পেয়ার করো না।

২৭. সবসময় নিজের স্বপ্ন নিজের ইচ্ছেমত তৈরি করো, অন্য কারো স্বপ্ন দেখে না।

২৮. তোমার ধর্মীয় বিশ্বাস তুমি ধারণ করো। এটাকে অন্যের উপর চাপিয়ে দিতে চেষ্টা করো না।

২৯. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা রাখো এমন কি সেই মতামতটাকে যদি তুমি গ্রহণ না করো তখনো

৩০. যা তুমি নিজে মেধা ও শ্রম দিয়ে অর্জন করোনি তা নিয়ে অহংকার বা লজ্জা কোনটিই অনুভব করো না। যেমন জন্ম পরিচয়, জন্মসূত্রে পাওয়া পরিবারের ধর্মীয় ও সামাজিক পরিচয়, শরীরিক আকার ও রঙ।

৩১. কারো বিশ্বাস ভাঙার আগে তারসাথে সম্পর্ক ভেঙে দেবে।

৩২. কাউকে শারীরিক ভাবে আঘাত করার অধিকার তোমার নেই সেটা যেকোনো সম্পর্কই হোক আর যেকোনো পরিস্থিতিতেই হোক। (আরিফ জেবতিক ভাইয়ের কিছু আর আমার কিছু পয়েন্ট মিলিয়ে লেখাটা তৈরি)

চলচ্চিত্র নির্মাতা শাহাদাত রাসএল’র ফেসবুক থেকে সংগৃহীত।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ