নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নিজের ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ড ও নানান ইস্যুতে বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিজের অভিমত ব্যক্ত করে থাকেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। তবে ফেসবুকে দেয়া তার সর্বশেষ দুটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতুহল কাজ করছে।
শনিবার (১৪ জানুয়ারি) ভারতে বসবাসরত বাংলাদেশি এই লেখিকা নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল (অন্ত্যেষ্টিক্রিয়া) চলছে।’ এই স্ট্যাটাসের প্রায় ১৭ ঘণ্টা পর আরেকটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন, ‘আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।’
যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নজর কাড়ে নেটিজেনদের। সেখানে মাত্র কয়েক ঘণ্টায় আট হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্য পড়েছে প্রায় হাজার। তবে নিজের মৃত্যু নিয়ে লেখা এ ফেসবুক পোস্টের কোনো ব্যাখ্যা দেননি বিতর্কিত এই লেখিকা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ