নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রাসুল (সা.)-এর প্রতি ঈমান আনা: আল্লাহ বলেন, ‘যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর ঈমান আনো, তাঁকে সাহায্য ও সম্মান করো এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো।’ (সুরা ফাতহ: ৯)
রাসুল (সা.)-এর আনুগত্য ও অনুসরণ করা: আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসুলের।’ (সুরা নিসা: ৫৯)
মানুষের মধ্যে তাঁকে সর্বোচ্চ ভালোবাসা: রাসুল (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে নিজ পিতামাতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে প্রিয় হতে পারি।’ (বুখারি)
রাসুল (সা.) কে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিশ্বাস করা: রাসুল (সা.) বলেছেন, ‘আমি সমস্ত রাসুলের সরদার এবং এর ওপর আমার কোনো গর্ব নেই।’ (মিশকাত)
রাসুল (সা.) কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা: আল্লাহ বলেন, ‘মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়; তবে আল্লাহর রাসুল ও সর্বশেষ নবী।’ (সুরা আহযাব: ৪০)
রাসুল (সা.) কে নিষ্পাপ হিসেবে বিশ্বাস করা: নবীগণ ছোট-বড় কুফুর-ফিসক সব ধরনের গোনাহ থেকে পবিত্র। (শরহু ফিকহিল আকবার: ১৩২-১৩৩)
রাসুল (সা.)-এর সামান্য পরিমাণ বিরোধিতা থেকেও নিজেকে রক্ষা করা: আল্লাহ বলেন, ‘আর যে রাসুলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব যেদিকে সে ফেরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে। আর আবাস হিসেবে তা খুবই মন্দ।’ (সুরা নিসা: ১১৫)
রাসুল (সা.) কে ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকা: অর্থাৎ আল্লাহর বিশেষ কোনো গুণকে রাসুল (সা.) এর জন্য দাবি না করা। রাসুল (সা.) বলেন, ‘আমার মাত্রাতিরিক্ত প্রশংসা তোমরা করো না যেমনটা খ্রিস্টানরা মরিয়ম তনয় ঈসার ব্যাপারে করেছে। আমিও আল্লাহর বান্দা। সুতরাং বলো (আপনি) আল্লাহ তায়ালার বান্দা ও রাসুল। (তিরমিজি)
অধিক পরিমাণে রাসুল (সা.)-এর প্রতি দরুদ পেশ করা: রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার নিকটতম থাকবে যে আমার ওপর বেশি বেশি দরুদ প্রেরণ করে।’ (তিরমিজি)
আহলে বাইত এবং রাসুল (সা.)-এর বংশের প্রতি ভালোবাসা রাখা: রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহকে ভালোবাসো, কারণ তিনি তোমাদেরকে তাঁর নিয়ামত থেকে আহার দান করেন। আর আল্লাহর প্রতি ভালোবাসা রাখার কারণে আমার সঙ্গেও মুহাব্বাত রাখো এবং আমাকে ভালোবাসার কারণে আমার আহলে বাইতের প্রতিও ভালোবাসা রাখো।’ (মিশকাত)
সাহাবিদের প্রতি ভালোবাসা রাখা: রাসুল (সা.) বলেছেন, ‘আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার পর তোমরা তাদেরকে নিন্দার পাত্র বানাবে না। যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে সে আমার প্রতি ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসে এবং যে ব্যক্তি তাদেরকে ঘৃণা করে সে আমার প্রতি ঘৃণা রাখার কারণেই তাদেরকে ঘৃণা করে। (তিরমিজি)
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ