ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

দুধের শিশুর বমি কি নাপাক?

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:১২

প্রশ্ন : আমার দুগ্ধপোষ্য ভাগিনাকে কোলে নেওয়ার কিছুক্ষণ পর সে বমি করে দেয়। দুধ বমি আমার পাঞ্জাবিতে পড়ে। আমি টিস্যু দিয়ে মুছে ফেলি। প্রশ্ন হলো, দুধের শিশুর বমি কি নাপাক? বিশেষত যদি তা দুর্গন্ধযুক্ত না হয়।

উত্তর : দুধের শিশু দুধ গিলে ফেলার পর যদি মুখ ভরে বমি করে তাহলে তা নাপাক। বমি দুর্গন্ধযুক্ত হোক বা না হোক- তা শরীর বা কাপড়ে লাগলে পানি দ্বারা ওই অংশ ধোয়া জরুরি। শুধু কাপড় বা টিস্যু দ্বারা মুছে নেওয়া যথেষ্ট নয়। তবে যদি এক দেরহাম তথা হাতের তালুর গভীরতা পরিমাণের চেয়ে কম লাগে তাহলে তা না ধুলেও নামাজ আদায় হয়ে যাবে। অবশ্য এক্ষেত্রেও ধুয়ে নেওয়া উত্তম।

উল্লেখ্য, দুধের শিশু দুধ গিলে ফেলার আগেই যদি মুখ থেকে তা বের করে দেয় তাহলে তা নাপাক নয়। (মিনহাতুল খালিক : ১/৩৪; শরহুল মুনইয়াহ : পৃ. ১২৯)

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ