নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
লন্ডন ব্রিজে আজান দিয়ে শফিক বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। মার্কিন সংগীতশিল্পী জেনিফার গ্রাউত ইসলাম গ্রহণ করার পর বলেন, আজানের সুরই সর্বপ্রথম আমাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করে। গাইবান্ধার রিভার্টেড মুসলিমা নার্গিস ফাতেমার প্রথম মুগ্ধতা ছিল আজানে।
জাপানের নিমুরো দ্বীপ থেকে শুরু হওয়া ফজরের আজান আমেরিকার আলাস্কার শেষ প্রান্ত পর্যন্ত প্রায় সাড়ে নয় ঘণ্টা যাবৎ চলতে থাকে। ফজরের আজানের সুরে ইন্দোনেশিয়া যখন জাগছে আমেরিকায় তখন মাগরিব। ফজরের আজানের বার্তা আটলান্টিকের উপকূলে পৌঁছাতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে জোহরের আজানের তোড়জোড় শুরু হয়ে যায়। এবং সেটা ঢাকায় পৌঁছানোর পূর্বে শুরু হয়ে যায় আসরের আহ্বান। কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আজানবিহীন কোনো একটা মুহুর্তও অতিবাহিত হবে না।
মনে পড়ে আজারবাইজানের বিস্ময়কর আজান ফুলের কথা! মার্কিন টিভি চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে দেখিয়েছিল যেটা শুধু মাত্র আজানের ধ্বনিতেই ফুটে ওঠে। আজান শেষ হলেই চুপসে যায়। ঠিক সেই ফুলের মতন; আজান না হলে এই পৃথিবী জাগবে না। আজানের সুর না পেলে সূর্যোদয় হবে না।
নেদারল্যান্ডসের ব্লু-মস্কে যখন প্রথম লাউড স্পিকারে আজান দেয়া হয়, তখন বহু অমুসলিম সেখানে ভীড় করেন। আজানের শেষে তাদের অনেকেই জানান, ‘সত্যিই এক অনন্য অনুভূতি। এই আবেগময় মুহূর্ত সারাজীবন মনে থাকবে।’ অনেকে সেটা রেকর্ড করে নিয়ে যায় মাঝেমধ্যে শোনার জন্য।
পৃথিবীর প্রান্তে প্রান্তে আজানের সুরে মাতোয়ারা হয়ে অমুসলিমদের ভীড় জমানোর কথা কিছুদিন পরপরই শুনতে পাই। রিয়াদের এক শায়েখ আর লক্ষ্মীপুরের অজি উল্লাহদের মতো যুগে যুগে পৃথিবীতে অসংখ্য মানুষ আজানের প্রেমে মাতোয়ারা হয়ে বিশ-ত্রিশ-চল্লিশ এমনকি ষাট বছর পর্যন্ত বিনা বেতনে আজান দেয়ার নজির গড়েছেন।
আজানের সুর সম্প্রীতির সুর! আজানের আহ্বান কল্যানের আহ্বান! অর্থ বুঝলে এটা মধুর চেয়ে মিষ্ট; প্রেমিকার গলার চেয়ে সুললিত! তাইতো আজানের সুরে পাগল হয়ে বিশ্বসেরা কবিরা হৃদয় নিংড়ানো কবিতা লিখেছেন।
আমরা কঠিনভাবে কারো প্রেমে মজে গেলে বলি, মরার পরও তোমার কাছে থাকতে চাই। তাইতো জাতীয় কবি গেয়েছেন- ‘মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই!!
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ