ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

ইনজেকশন নিলে কি অজু ভেঙে যাবে?

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৩

বাইরে থেকে কোনো খাবার বা ওষুধ শরীরে ঢুকলে যেহেতু অজু ভাঙে না, তাই ইনজেকশন নিলেও অজু ভাঙবে না।

ইসলামি আইন বিশারদদের মতে, শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণ গড়িয়ে পড়ার মতো বেশি না হলে অজু ভাঙে না। তবে যদি ইনজেকশন দিয়ে গড়িয়ে পড়বে এ পরিমাণ রক্ত বের করা হয় অথবা ইনজেকশনের সূচের ক্ষত থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে।

ফতোয়ায়ে হিন্দিয়াতে বলা হয়েছে, ‘ছারপোকা বা মশাজাতীয় কীট-পতঙ্গ রক্ত খেলে অজু ভাঙবে না। কিন্তু জোঁকের মতো প্রচুর রক্ত চুষতে পারে এরকম কোনো প্রাণী রক্ত গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত খেলে অজু ভেঙে যাবে।’

বিজ্ঞ ফেকাহবিদরা বলেছেন, শরীর থেকে রক্ত বের হলে সেটি মুছে দেওয়ার পর যখন দেখা যাবে, রক্তের পরিমাণ এতটাই কম যে, মোছা না হলেও সেই রক্ত বেয়ে পড়ত না, তাহলে এটুকু রক্ত বের হওয়ার কারণে অজু ভাঙবে না। (সূত্র : ফতোয়ায়ে হিন্দিয়া, খণ্ড ১, পৃষ্ঠা ৬)

তবে যদি শরীর থেকে বের হওয়া রক্ত এমন হয় যে, তা কয়েকবার মোছা হয়েছে, প্রত্যেকবার মোছার পর আবারও অল্প পরিমাণের রক্ত বের হয়েছে, তাহলে এ ক্ষেত্রে দেখতে হবে, শরীর থেকে বের হওয়া মোট রক্তের পরিমাণ কতটুকু হলো? যদি প্রমাণ হয়, এতটুকু রক্ত কয়েক দফায় বের হয়েছে, যা না মুছে স্বাভাবিকভাবে ছেড়ে দিলে তা বেয়ে পড়ত, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির অজু ভেঙে যাবে।

ইনজেকশন দেওয়ার উদ্দেশ্যই যদি হয় শরীর থেকে রক্ত বের করে আনা এবং তা টেনে নেওয়া হয়, তাহলে এতে অজু ভাঙবে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ