নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
রাতে আমরা ঘুমাতে যায়। বাসায় কিংবা যে যেখানে থাকি। হঠাৎ কোথাও ঘুরতে গেলে সেই সময়ে ঘুমানো জায়গা হলো না। তখন চিন্তার ভাঁজ পড়ে যায় কপালে। হয়তো আমরা ভাবতে থাকি কোথায় থাকবো, কোথায় রাত কাটাবো? তখন আশপাশে খোঁজতে থাকি কোথাও কোনো মসজিদ আছে কিনা। মসজিদে পেলেই যেন শান্তির পরশ পায়। তবে কি মসজিদে ঘুমানো যাবে? সেসব নিয়ে বিস্তারিত।
উত্তর: মুসাফির ও ইতিকাফকারী ছাড়া অন্যদের জন্য মসজিদে ঘুমানো মাকরুহ। তবে ঘটনাক্রমে কোনো মুসল্লি ক্লান্ত অবস্থায় মসজিদে ঘুমাতে চাইলে ইতিকাফের নিয়তে ঘুমানোর সুযোগ আছে। যদিও মসজিদে না ঘুমানো উত্তম। সর্বাবস্থায় মসজিদে ঘুমানোর ক্ষেত্রে মসজিদের আদবের প্রতি লক্ষ রেখে মোটা কাপড় বিছিয়ে এমনভাবে ঘুমাবে, যাতে কোনো মুসল্লির ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না হয়।
(বুখারি, হাদিস : ৪৪০, ফয়জুল বারি : ২/৬৭, রদ্দুল মুহতার : ১/৬৬১)
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ