ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

শরৎকাব্য

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৮

এই শরতে চোরাকাঁটা নয়,

শুভ্র হাসির কাশফুল হব

কুয়াশায় ভেজা সবুজ ঘাস আর

স্নিগ্ধ ভোরে পাখি হব,

মুক্ত হাওয়ায় জানালা খোলে

এট্টুসখানি তাকিয়ে দেখো-

শিশির ধোয়া শুভ্র হেসে

তোমার হৃদয় ভরিয়ে দেব।

আমার ধূসর চোখে রং লাগাবে

এমন দক্ষ শিল্পী কই?

আমার নিখুঁত স্বপ্নে স্বপ্ন মিলাবে

এমন স্বপ্নদ্রষ্টা কই?

আমার মনে ঢেউ লাগাবে, প্রেম জাগাবে

এমন শুদ্ধ প্রমিক কই?

কাশফুলের পাপড়ির মতো স্বপ্নরা উড়ে

মেঘের ভেলায় ভেসে ক্ষয়ে যায়

হিসাবের খাতা শূন্যতায় ভরে

তবু মন স্থির থাকে কার অপেক্ষায়?

কাশবনে হাওয়া লেগে দোলছে

আমি শুধু চোখ ভরে দেখছি

সাদা মেঘ দূরে ভেসে চলছে

এলোমেলো শাড়ির আঁচল উড়ছে

মন তাই কি যেন কি বলছে

কান পেতে কি সে কথা কেউ শুনছে?

এসো, ভাসি সাদা মেঘের ভেলায়

কখনো মেঘ কখনো বৃষ্টির খেলায়

কাশের সমুদ্রে ডুবি হালকা দোলায়

উদাস দখিনা হাওয়ায়

কাশের বনে হারাই গোধূলি বেলায়

মুঠো মুঠো সুখ কুড়াই শুভ্র কাশের ছোঁয়ায়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ