ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

শীতে কেমন পোষাক পরবেন

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৩, ১৬:১৪

শীত এসে গেছে। দিনের আলোতে অতটা টের পাওয়া না গেলেও রাতে নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা। টেনে নিতে হচ্ছে কাথা কম্বল। তবে শীতকে ভয় পাওয়া যাবে না। শীতের তীব্রতা থেকে বাঁচতে বেছে নিতে হবে গরম পোশাক।

তবে অনেকেই আফসোস করেন, শীত এলে ফ্যাশনের বারোটা বেজে যায়। শীতের পোশাকে ঢাকা পড়ে যায় ফ্যাশনেবল পোশাকটি। আপনি যদি ফ্যাশন সচেতন হন, তবে নিশ্চয়ই শীতের পোশাক নিয়ে পরিকল্পনা শুরু করেছেন ইতোমধ্যে। সময়ের সঙ্গে ফ্যাশন পরিবর্তনশীল হলেও, অনেকেরই স্বকীয়তা থাকে।

চলুন তাহলে শীতের কিছু পোশাক নিয়ে আলাপ করা যাক। তবে ব্যক্তির রুচি নয় বরং হালের ট্রেন্ড নিয়েই আলোচনা হোক।

মানানসই কাপড়

অনেকে আছেন, যারা শীতের পোষাক মানেই বোঝেন ওভারসাইজ ফ্যাশন। শরীরের মাপের তুলনায় ২-৩ সাইজ বড় সোয়েটার বা জ্যাকেট। ওভারকোট, সোয়েটার, জ্যাকেটের প্রচলন নতুন কিছু নয়। তবে এরও মাত্রা থাকা উচিত।

আবার কয়েক বছরের ব্যবহৃত কাপড় যেটা আপনার গয়ে ছোট হয়, সেটিও বদলানো উচিত। শীতের পোশাক হিসাবে এমন কাপড় নির্বাচন করুন যেন গায়ে ঝুলে না থাকে, আবার আঁটসাঁটও না হয়।

মানানসই শাল

শীতে শালের আবেদন কখনোই কমার নয়। ঐতিহ্যবাহী কিংবা ওয়েস্টার্ন পোশাক, যাই পরা হোক না কেন এর সঙ্গে শাল সহজেই মানিয়ে যায়। যে কোনো বয়সের নারী বা পুরুষ শাল ব্যবহার করতে পারেন। শালের রঙ, ডিজাইন বা নকশার দিকে খেয়াল রাখা উচিত।

মাঙ্কি ক্যাপ

শীতে মাঙ্কি ক্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত পোশাকের অন্যতম। কনকনে ঠান্ডা বাতাস থেকে কান, মাথা, গলা বাঁচাতে মাঙ্কি ক্যাপের জুড়ি নেই। তবে ফ্যাশনকে প্রাধান্য দিতে চাইলে, মাঙ্কি ক্যাপের পরিবর্তে সুন্দর উলের টুপি দিয়ে 'লুক' বা 'স্টাইলে' পরিবর্তন আনা যায়। এর সঙ্গে গলায় পেঁচিয়ে নেওয়া যেতে পারে উলের নকশাকাটা মাফলার।

কম বাজেটে শীতের ফ্যাশন

শীতের পোশাক শুধু ফ্যাশনের জন্য নয়। পোশাকের মূল উদ্দেশ্য থাকে শীতে উষ্ণতা পাওয়া। শীতের পোশাকের দাম একটু বেশি হলেও, একটু সচেতন থাকলে কম দামে আরামদায়ক ও রুচিশীল স্টাইলের পোশাক পাওয়া সম্ভব।

ঢাকা কলেজের বিপরীত পাশে বদরুদ্দোজা মার্কেট, মিরপুরের নান্নু মার্কেট ও মৌচাক মার্কেটসহ অন্যান্য মার্কেটে পাওয়া যাবে স্বল্প বাজেটের হাল ফ্যাশনের শীতের পোশাক। ভালো ব্রান্ডের একটি বা দুটি ওভারকোট বা জ্যাকেটও থাকতে পারে আপনার কাছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ