ঢাকা, বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

হালকা গহনায় সাজবেন যেভাবে

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১

মেয়েদের পোশাক, মেকআপের বাইরেও আনুষঙ্গিক জিনিসের ওপর আগ্রহ থাকে। যেমন, গলার মালা, কানের দুল, আংটি, পায়েল, নথ ইত্যাদি। এই আনুষঙ্গিক অলংকারগুলো মেয়েদের সাজ পরিপূর্ণ করে। কিন্তু গহনা মানেই যে আপনাকে ভারী কিছু পরতে হবে এমন কোনো কারণ নেই। হালকা গহনা পরেও আপনি আপনার সাজ পরিপূর্ণ করতে পারেন আবার আপনাকে ফ্যাশনেবলও লাগবে।

জেনে নিন হালকা গহনায় সাজবেন যেভাবে-

গলার অলংকার : চোকার পরে সহজেই আনতে পারেন দৃষ্টিনন্দন রূপ। ভারী মালা বা বড় লকেটের চেয়ে চোকার অনেক সময় বেশি আকর্ষণীয় দেখায়। কালো সুতার চোকারের সাথে হালকা বা গাঢ় যেকোনো রঙের পাথর মানিয়ে যায়, তেমন কোনো পাথরই বসিয়ে নিতে পারেন চোকারে। আজকাল রেজিনের গয়না ট্রেন্ডি ভীষণ। রেজিনের লকেট মানাবে কর্ড বা পুঁতির মালার সাথেও। আর রেজিনের কাজগুলো নজরকাড়া হয়, একটা নেকপিসেই সাজ পরিপূর্ণ লাগবে।

কানের অলংকার : ছোট এক জোড়া ঝুমকা কানের লতিতে ঝুলবে, গলার হালকা গয়নার সাথে বেশ ছিমছাম ভাব আসে তাতে। ঝুমকা, শাড়ি কিংবা কামিজের সাথে মানিয়ে যায় সহজেই। পমপমের রেশমি ঝোলা দুলগুলোও দারুণ কাজের হালকা গয়না হিসেবে। পমপমের কানের দুলে রঙের বাহারি ভাব সাজের সাথে মিশে যায় সহজেই। খুবই হালকা গয়না, অথচ জাঁকজমকপূর্ণ দেখাতে পারে। তাই নিত্য ব্যবহারে পমপমকে রাখুন পছন্দের তালিকায়।

আংটি : রেজিনের আংটি, কিংবা কাঠের উপর রঙের ছোঁয়ায় আঁকা আংটি, আঙ্গুলের কোলে দারুণ দেখাবে যেকোনো সাজের সাথে। ঝকমক করা পাথর বা চিরায়ত সোনালি আর রূপালির নিয়ম বাদে এই আংটিগুলো নিত্যদিনের সাজে সঙ্গী হতে পারে। গলায় আর হাতে আর কিছু না পরে আঙ্গুলে বড়সড় একটা আংটি গলিয়ে নিন, আর কানে এক জোড়া দুল, সাজ দারুণ হতেই হবে!

কাঠের চুড়ি : কাঠের চওড়া বালায় কব্জির সাজ হয়ে যেতে পারে। কয়েক রঙা চিকন চুড়িও চলতে পারে পোশাকের সাথে মিলিয়ে। আবার পোশাকে কয়েক রঙ থাকলে তার থেকে হালকা বা গাঢ় কোনো একটা রঙ বেছে নিয়ে সেই রঙের সব চুড়ি পরা যায়।

নয়া শতাব্দী/এসএম/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ