ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

উৎসবে মেকআপের নতুন ট্রেন্ডে সাজবেন যেভাবে

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৩

নারী আর মেকআপ বিষয় দুটি বেশ ওতপ্রোতভাবে জড়িত। অনেক নারীকেই মেকআপ ছাড়া কোনো উৎসব অনুষ্ঠানে দেখা যায় না। আর এখন নতুন নতুন মেকআপের ধরণ, নতুন নতুন মেকআপ লুক সবকিছুই অনুপ্রাণীত করছে নিজেকে সুন্দরভাবে প্রকাশ করার। যুগের সাথে তাল রেখে পরিবর্তন হচ্ছে মেকআপের স্টাইল। সাজ সজ্জায় যোগ হচ্ছে নতুন নতুন আইটেম।

জেনে নিন উৎসবে মেকআপের নতুন ট্রেন্ডে সাজবেন যেভাবে-

গোল্ডেন কালার আইশ্যাডো : যেকোনো উৎসবে আইশ্যাডোতে রাখতে পারেন সোনালী আভা। যেকোনো উৎসবে আপনি হালকা সাজ বা পোশাক পরলেও আইশ্যাডোতে সোনালি আভা আপনাকে হাইলাইট করবে।

এ ক্ষেত্রে, বেস খুব লাইট রাখুন। চোখের উপর ঝলমলে সোনালী আইশ্যাডো ব্যবহার করুন। গভীরতার জন্য ক্রিজে গাঢ় রঙের প্রয়োগ করুন। বোল্ড লুক আনার জন্য আইলাইনার ব্যবহার করুন।

সবশেষ ভোলুমাইজিং মাস্কারা দিন আইল্যাশে। আপনার চোখের ওপর ফোকাস রাখতে ন্যুড শেডের লিপস্টিক লাগিয়ে নিন। গালে হালকা পিচ ব্লাশ ও হাইলাইটার প্রয়োগ করুন।

ব্রোঞ্জড গ্ল্যাম : একটি ব্রোঞ্জযুক্ত মেকআপ লুক দিয়ে সানকিসড আভা তৈরি করুন। আপনার গাল, চোখের পাতা এবং চোয়ালে উষ্ণ ব্রোঞ্জার প্রয়োগ করুন। মুখের উচ্চ জায়গাগুলোতে এবং ভ্রুর নীচে একটি ঝলমলে হাইলাইটার ব্যবহার করুন। প্রচুর পরিমাণে মাস্কারা লাগিয়ে নিন। পিচ শেডের ব্লাশ বেছে নিন। চকচকে লিপস্টিকের শেড দিয়ে আপনার মেকআপ শেষ করুন।

স্মোকি লুক : স্মোকি লুক নিতে চোখের জন্য উষ্ণ রঙের আইশ্যাডো বেছে নিন। নীল বা গাঢ় সবুজ রঙ আপনাকে স্মোকি লুক আনতে সাহায্য করবে। ঠোঁটে ন্যুড শেডের ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। রাতের অনুষ্ঠানে স্মোকি লুক আপনাকে সবার মাঝে অনন্য করে তুলবে।

নয়া শতাব্দী/এসএম/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ