নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
অনেকের মাথার সাধের চুলে উকুন বাসা বেঁধে থাকে। ক্ষুদ্র এই পোকা আপনাকে অতিষ্ঠ করে রাখার জন্য যথেষ্ট। যা একজনের মাথায় উকুন হলে তার থেকে অনেকের মাথায় ছড়াতে থাকে। উকুন দূর করার জন্য অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হয়। তবে কোনোটি হয়তো কাজ করে, আবার কোনোটি করে না। তবে কেমিক্যালযুক্ত উপাদান ব্যবহারে উকুন দূর না হলেও চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন অনেক উপায় আছে যা চুল ও স্ক্যাল্পের ক্ষতি না করেই উকুন দূর করবে।
জেনে নিন উকুন দূর করার কার্যকরী কিছু উপায়-
নিম পাতার রস ব্যবহার
নিম পাতার রস উকুন দূর করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। এই পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ যা স্ক্যাল্পের সংক্রমণ কমাতে এবং উকুন দূর করতে কাজ করে। ব্যবহারের জন্য একমুঠো নিম পাতাব্লেন্ড করে নিন। এরপর সেখান থেকে নিম পাতার রস ছেঁকে নিন। এই রস স্ক্যাল্পে ব্যবহার করুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে নিন। এতে উকুন দূর হবে অনেকটাই।ভেজা চুল আঁচড়ান
ভেজা চুল আঁচড়ালে উকুন দূর করা সহজ হয় এমনটাই জানাচ্ছে ব্রিটিশ মেডিকাল জার্নাল। এর কারণ হলো, আমাদের চুল ভেজা থাকলে উকুন সহজেই দেখতে পাওয়া যায়। তাই উকুন দূর করতে চাইলে একটি চিকন দাঁতের চিরুনি দিয়ে ভেজা অবস্থায় চুল আঁচড়ে নিতে হবে। এর ফল চিরুনির সঙ্গেই উকুন বের হয়ে আসবে।এসেনশিয়াল অয়েল ব্যবহার বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এসেনশিয়াল অয়েল উকুন দূর করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। তবে এ জাতীয় প্রাকৃতিক তেল ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটি বিষয়। কোনো এসেনশিয়াল অয়েলই সরাসরি চুলে ব্যবহার করবেন না। নারিকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে ৩-৪ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে মালিশ করবেন। এক্ষেত্রে টি ট্রি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, নিম অয়েল, ক্লোভ অয়েল, পিপারমিন্ট অয়েল বেশ কার্যকরী।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ