নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
করোনার সময় অনেকে চাকরি ছেড়ে হেঁটেছেন ভিন্ন পথে। গ্রহণ করেছেন নতুন পেশা। শুরু করেছেন নতুন ব্যবসা। সেই তালিকায় একজন অলিভিয়া হিলিয়ার। আমেরিকার মিশিগানের ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডাক্তারির এই পড়ুয়া অতিমারির কঠিন সময়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। তিনি নিজের কিছু পুরনো পোশাক নামী রিসেল অ্যাপে বিক্রি করেন। কিছু দিনের মধ্যেই অত্যন্ত লাভজনক হয়ে দেখা দেয় তার এই উদ্যোগ।
অলিভিয়া তার প্রথম টিশার্ট বিক্রি করেছিলেন ২০ ডলার। এর পর তার উপার্জন পৌঁছেছে ৭০ লাখের বেশি অঙ্কে। এখন অলিভিয়া পাঁচ বেডরুমের ফ্ল্যাটের মালিক। ব্যবসা শুরুর সঙ্গে সঙ্গেই অবশ্য লভ্যাংশের মুখ দেখেননি অলিভিয়া। ধীরে ধীরে লভ্যাংশ ঢুকতে শুরু করে অ্যাকাউন্টে। মূলত ২৫ থেকে ৪০ বছর বয়সী মহিলারাই তার পোশাকের ক্রেতা। অলিভিয়া জানিয়েছেন এই ব্যবসা না থাকলে তার সেভিংস অ্যাকাউন্টও হতো না। এমনকি পড়ার খরচ জুগিয়ে বেঁচে থাকার জন্য নিতে হতো ঋণ।
মেডিকেল স্কুল থেকে স্নাতক হওয়ার পর অলিভিয়া কানসাসে চলে গিয়েছেন তার স্বামীর সঙ্গে। সেখানে পারিবারিক ব্যবসা শুরু করেছেন। পড়াশোনার খরচের পাশাপাশি নতুন ফ্ল্যাট কেনার ডাউন পেমেন্ট করতে তাকে সাহায্য করেছে এই ব্যবসা। মর্টগেজ সংক্রান্ত খরচ সামলাতেও তাকে সাহায্য করেছে এই উদ্যোগই, দাবি আলিভিয়ার। news 18 বাংলা।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ