ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

রাস্তায় নিরাপদ থাকতে যা যা করবেন

প্রকাশনার সময়: ২৫ মে ২০২৩, ১৮:৪৭

দিনকে দিন উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। স্থাপনা, রাস্তাঘাট সবকিছুর চেহারায় বদলে যাচ্ছে। চারদিকে তথ্যপ্রযুক্তির উন্নয়ন আর সেবার মানও বৃদ্ধি পাচ্ছে। শহরের নিরাপত্তায় দিন রাত টহল দিচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী। কিন্তু এই উন্নয়নের মাঝেও মেয়েদের প্রতিনিয়তই তাদের নিরাপত্তা নিয়ে ভয়ে থাকতে হয়। ২০২৩ সালে এসেও মেয়েদের বাইরে সময় কাটানো নিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। এরপরও ঘরে বসে থাকে না মেয়েরা। প্রতিদিন নানা কাজে বাহির্মুখী হচ্ছে তারা। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে মেয়েরা।

পথে চলতে গেলে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে যা যা করবেন-

পেপার স্প্রে

রাত করে ফিরলে ব্যাগে সবসময় পেপার স্প্রে রাখুন। যদি কিনতে না পারেন সেক্ষেত্রে বাড়িতে শুকনা মরিচের গুড়া পানিতে মিশিয়ে বানিয়ে নিতে পারেন। ১০/২০ টাকায় স্প্রে মেশিন কিনে নিয়ে সেখানে মিশ্রণটি ভরে সাথে রাখতে পারেন।

স্পিড ডায়ালে এমার্জেন্সি নম্বর রাখা

ফোনের স্পিড ডায়ালে এমার্জেন্সি নম্বর রাখুন। প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল দিতে পারেন।

পাবলিক পরিবহনে ঘুমিয়ে না পরা

পাবলিক পরিবহনে যাতায়াত করতে হলে সবসময় মনে রাখবেন ঘুমালে চলবে না। রাত করে বাড়ি ফিরলে ঘুমানো উচিত নয়।

কনফিডেন্ট থাকা

সবসময় কনফিডেন্সের সাথে চলতে হবে। আপনার চেহারায় যদি একটা আলাভোলা ভাব থাকে সেক্ষেত্রে আপনি যে উইক সেটা ফুটে উঠবে। তাই মাথা উঁচু করে কনফিডেন্সের সাথে রাস্তায় চলুন।

আওয়াজ উঠানো

যখনই কোনো অপ্রীতিকর পরিস্থিতির শিকার হবেন তখন আওয়াজ উঠাবেন। মনে রাখবেন, আপনি যদি চুপ থাকেন তাহলে সমাজ পরিবর্তন হবে না।

ট্রান্সপোর্টেশনে প্রাইভেট ক্যাব এড়িয়ে চলা

রাস্তায় যেসব প্রাইভেট ক্যাব ভাড়ায় চলে সেগুলো এড়িয়ে চলুন। অপরিচিত কারও ক্যাবে ওঠা ঠিক নয়। এতে যেকোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।

চোখা জিনিস

ব্যাগে সবসময় কলম, ফাউনটেইন পেন, সেফটি পিন, চোখা লেজের চিরুনি (Rat-tail comb), ড্রয়িং কম্পাস; এই ধরনের চোখা বা পয়েন্টি জিনিস রাখার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আপনাকে অনাকাঙ্ক্ষিত বিপজ্জনক আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করবে। যদি জীবনের জন্য ঝুঁকিমূলক আক্রমণের শিকার হন, তবে এই চোখা জিনিসগুলোর যে কোনোটা দিয়ে আক্রমণকারীর শরীরের নরম জায়গায় হিট করা যায়।

সেলফ ডিফেন্স

সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য কতগুলো মুভমেন্ট প্রত্যেকটা মেয়েরই জেনে রাখা ভালো, যেন হঠাৎ আক্রমণে কাবু না হয়ে সাহসের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে পারে। আর ক্রাভ মাগা শিখে রাখাটাও প্রত্যেক মেয়ের জন্য জরুরি।

নয়া শতাব্দী/এসএম/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ