ঢাকা, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৮ জিলকদ ১৪৪৪

ঠোঁটের কালচে দাগ দূর করার উপায়

প্রকাশনার সময়: ২৪ মে ২০২৩, ১৮:১৭

সুন্দর ঠোঁট কে না চায়! নিজেকে আকর্ষণীয় করতে সুন্দর ঠোঁট দরকার। তার মানে এই নয় যে ঠোঁট বাচ্চাদের মতো গোলাপি হতে হবে। ঠোঁটের স্বাভাবিক রং বজায় রাখলেও ঠোঁট সুন্দর দেখায়। অনেক কারণেই ঠোঁটের বর্ণ কালচে বা ঠোঁটে কালো কালো দাগ পড়তে পারে। কমদামি লিপস্টিক ব্যবহার করা, ধূমপান করার কারণে বা অনেক সময় কোনো অসুখের সাইড ইফেক্টের জন্য ঠোঁটের বর্ণ কালো হয়ে যায়। কালো ঠোঁট মুখের সৌন্দর্যকে অনেকখানি কমিয়ে দেয়। তবে ঘরোয়াভাবেই খুব সহজে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

১. ঠোঁটের কালচে দাগ দূর করতে চিনিকে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

২. ত্বকের হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফেরাতে ব্যবহার করতে পারেন মধু। আর তাই ঠোঁটের ত্বকে ব্যবহার করতে পারেন মধু। শুধু কালচে ভাব দূর করতেই নয়; ঠোঁটের কোমলতা বজায় রাখতেও মধু খুব ভালো কাজ করে। ঘুমানোর আগে সামান্য মধু ঠোঁটে লাগিয়ে রেখে দিন সারা রাত। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের রঙে পার্থক্য চোখে পড়বে।

৩. প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনি খুব ভালো কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব করলে ঠোঁটের কালচে দাগ দূর হওয়ার পাশাপাশি মরা চামড়াও দূর হয়। ২ চামচ চিনি ও ৩ চামচ মাখন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। সপ্তাহে বার দুয়েক এই পেস্ট দিয়ে ঠোঁট স্ক্রাব করুন।

৪. লেবুর রস খুব ভালো ব্লিচিং। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তাজা লেবুর রস দিয়ে ঠোঁটে ভালো করে ম্যাসাজ করলে কালচে ভাব দূর হবে।

৫. প্রতিদিন একবার করে ঠোঁটে বরফ ঘষতে পারলে ভালো। এতে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

৬. দুধের সর ব্যবহার করতে পারেন। দুধের সরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান প্রতিদিন।

৭. প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি যখন দাঁত ব্রাশ করেন, তখন টুথপেস্টের কিছুটা আপনার ঠোঁটের ওপর লাগিয়ে প্রলেপ দিন। এ জন্য যে ব্রাশটি ব্যবহার করবেন, তা অবশ্যই নরম হতে হবে এবং অনেক হালকাভাবে ব্রাশ করতে হবে। এর ফলে ঠোঁটের এবং ঠোঁটের চারপাশের মৃত কোষগুলো উঠে আসবে, সতেজ হবে ঠোঁট এবং এর চারপাশ।

৮. পুদিনা পাতা বেটে রস আলাদা করে নিয়মিত ঠোঁটে লাগান। বরফের কিউব নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন, পরে বাদাম তেল এবং অলিভ অয়েল মিক্স করে ম্যাসাজ করুন। ঠোঁটের ন্যাচারাল কালার ফিরে আসবে।

৯. দুধের সরের সঙ্গে ডালিমের বিচির গুঁড়ো মিক্স করে ঠোঁটে লাগান। এতে ঠোঁটে গোলাপি আভা আসবে। এক্ষেত্রে সর না নিয়ে ঘি ব্যবহার করতে পারেন।

১০. গাজরের রস করে একটা বাটিতে নিয়ে তুলা দিয়ে ঠোঁটে লাগান। এতে খানিকটা স্যাফরন মিশিয়ে নিতে পারেন। এতে ঠোঁটের আর্দ্রতাও ফিরে আসবে, রংও ফিরবে একইসঙ্গে।

নয়া শতাব্দী/এসএম/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ