নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
যুগ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন এসেছে ফ্যাশনেও। নারীরা শাড়ি কামিজ থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। এখন নতুন নতুন ওয়েস্টার্ন ধাঁচের পোশাক বেশ পছন্দ করছে মেয়েরা।
আর এ রকমই ওয়েস্টার্ন ধাঁচের একটা পোশাকের নাম মিডি ড্রেস। যা যেকোনো সামাজিক পরিবেশের সাথে মানিয়ে যায় এবং একটা সুন্দর ওয়েস্টার্ন লুকও দেয়।
মূলত পাতের গোড়ালি থেকে ওপরে কিন্তু হাঁটুর একটু নিচ পর্যন্ত যে পোশাকের লম্বা থাকে সেগুলোকেই মিডি ড্রেস বলে। প্রায় সব ধরনের ফেব্রিক দিয়ে এই ড্রেস তৈরি করা যায়। যেকোনো স্লিভে বানানো যায় মিডি ড্রেস। ওয়েস্টার্ন ও স্মার্ট লুক দিতে যেভাবে এই গরমে মিডি ড্রেসে ফ্যাশন করবেন
গাউন
ফ্লোরাল, দেশি, আদিবাসী মোটিফের কাপড় দিয়ে ঘের দেয়া গাউন বানাতে পারেন। গরমের কথা মাথায় রেখে স্লিভ হাফ বা কোয়ার্টার রাখতে পারেন।
শার্ট
লং শার্ট স্টাইলেও জামা বানাতে পারেন। পকেট দিয়ে ডিজাইন করতে পারেন। কলার ফরমাল রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন।
ফর্ক
ফর্ক স্টাইলেও বানাতে পারেন এই ড্রেস। সাথে ম্যাচিং এক্সেসরিজ পরলে সব পরিবেশেই এই ড্রেস পরতে পারেন।
প্যান্ট
প্যান্ট যদি লং পরতে চান তাহলে ডেনিম ফেব্রিক দেখতে পারেন। এছাড়াও ঢিলেঢালা প্ল্যাজো পরতে পারেন। আর যদি শর্ট প্যান্ট পরতে চান তাহলে কম্ফোর্টেবল ফেব্রিকের শর্টস বা কোয়ার্টার প্যান্ট পরতে পারেন।
স্লিভ
এখন নানা ধরনের স্লিভের স্টাইল এসেছে। আপনি ঘটিহাতা, নরমাল কাটিংইয়ের থ্রি কোয়ার্টার হাত দিতে পারেন। এছাড়া স্লিভলেস পরতে চাইলে লেস দিয়ে ডিজাইন করতে পারেন।
স্যান্ডেল
যেকোনো স্যান্ডেল এই ড্রেসের সাথে সুন্দর মানিয়ে যায়। স্নিকার্স, চাপ্পাল পরতে পারেন রেগুলার চলাচলের জন্য। এক্সেসরিজ
এই ড্রেসের সাথে ম্যাচিং এক্সেসরিজ আপনাকে একটা সুন্দর লুক দেবে। ছোটখাটো জুয়েলারি পরতে পারেন। ফ্যাশনেবল বেল্ট ব্যবহার করতে পারেন এর সাথে। দামি, কমদামি যে কোনো ধরনের, দেখতে সুন্দর এবং ড্রেসের সাথে যায় এমন বেল্ট সিলেক্ট করবেন।
নয়া শতাব্দী/এসএম/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ