নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বাইরে হুটহাট বৃষ্টি হচ্ছে। আগে থেকে প্রস্তুতি নিয়ে না চললে হঠাৎ বৃষ্টি আসলে বিপাকে পরতে হবে। কারণ ভিজে গেলে সারাদিন ভেজা কাপড়ে থাকতে আপনার মোটেই স্বস্তি লাগবে না। আর ভেজা কাপড়ে থাকলে জ্বর, সর্দি-কাশি বা এলার্জি হতে পারে। বৃষ্টিতে নিজেকে সুন্দর রাখতে এবং অসুখের হাত থেকে বাঁচাতে সঠিক পোশাক পরিধান করা খুব জরুরি। আর তাই এমন পোশাক নির্বাচন করা উচিত, যা তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং আপনাকে স্বস্তিতে রাখে সারাদিন।
বৃষ্টিতে বাইরে গেলে যেমন পোশাক পরবেন-
বর্ষায় সুতির কাপড় পরা একদমই মানানসই নয়। সিল্ক, হাফসিল্ক, জর্জেট, আপনাকে বৃষ্টির দিনে স্বস্তি দেবে। এই ধরনের কাপড়ের পোশাক ভিজলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়।
বর্ষায় শাড়ি পরলেও তা যেন গাঢ় রঙের হয় এবং সিল্ক বা জর্জেটের হয়। এতে শাড়ি ভিজে গেলে তা সহজে শুকিয়ে যাবে এবং আপনার গায়ের সঙ্গে লেগে থাকবে না, ফলে চলাচলের সুবিধা হবে।
আবহাওয়া খারাপ দেখলে অবশ্যই হালকা রঙের পোশাক পরিহার করুন। রঙিন পোশাক পরিধান করুন। যেমন- লাল, নীল, কমলা, সবুজ ইত্যাদি রঙের পোশাক পরুন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, রংটি যেন দৃষ্টিকটু না হয়।
স্কিন টাইট জিন্স বা চুড়িদার সালওয়ার এড়িয়ে চলুন। কারণ এই ধরনের পোশাক আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে।
বর্ষায় কোনো রকমের লঙ্ ড্রেস বা সালোয়ার কামিজ না পড়াই ভালো। কারণ এইসময় রাস্তাঘাটে ভিজে কাদা হয়ে থাকে, ফলে এই সমস্ত পোশাক গুলোতে কাদা লাগায় আশঙ্কা অনেকটাই।
যেসব কাপড় ভিজে গেলে বাজে গন্ধ ছড়ায়, সেসব কাপড়ের পোশাক এড়িয়ে চলুন।
বৃষ্টির দিনে সবসময় ছাতা ও রেইনকোর্ট সঙ্গে রাখুন, যাতে পোশাক এবং আপনি নিজেও বৃষ্টির পানি থেকে সুরক্ষিত থাকেন।
ডেনিমের স্টিসি প্যান্ট পরুন যাতে গুটিয়ে রাখা যায়। টি-শার্ট পরলে কটন এড়িয়ে চলুন।
নয়া শতাব্দী/এসএম/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ