নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মাছের আঘাতে গুরুতর জখম হয়েছে এক যুবক।
শুক্রবার (১৮ নভেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় নিকারীঘাটার বেলেখালিতে এ ঘটনা ঘটেছে।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বাড়ির পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছিলেন আবদুল হালিম। সেই সময় একটি বড় মাছ জালে ধরা পড়ে। সেই মাছ ধরার জন্য পুকুরে নেমে পড়েন আবদুল। মাছ ধরার আগেই পানির মধ্যে তার বুকে মারাত্মক ধাক্কা লাগে। মাছের গুঁতোয় তীব্র আঘাত পান। এসময় পুকুরে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ