ঢাকা, রোববার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

ইসরায়েলি হামলায় ১৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু !

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৩, ১৩:৪৯

গাজায় ইসরায়েলের ৪৪ দিনের হামলায় অন্তত ১৩ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার এর মধ্যে ৫,৫০০ শিশু ও ৩৫০০ নারী। আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। এছাড়া নিখোঁজের সংখ্যা ছয় হাজার, যাদের বেশিরভাগই ধসে যাওয়া ভবনের নিচে চাপা পড়েছেন।

আজ সোমবার (২০ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাসের হামলায় ১,২০০ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া ২৪০জন ইসরায়েলি জিম্মি করেছে হামাস। গাজার স্কুল, মসজিদ, গির্জা, হাসপাতাল, অ্যাম্বুলেন্স কোনো কিছুই ইসরায়েলি বাহিনীর হামলার হাত থেকে রেহাই পায়নি।

গত শনিবার জাবালিয়া শরণার্থী শিবিরের এক স্কুলে বিমান হামলার ঘটনায় অন্তত ৮০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়। হামলায় এ পর্যন্ত সম্পূর্ণ ধ্বংস হয়েছে ৮৩টি মসজিদ; তিনটি গির্জা ও ৪৩ হাজারের বেশি আবাসন ইউনিট।

এদিকে গাজায় হামলা অব্যাহত রাখার কথা বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরই মধ্যে রোববার আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে তারা। তাদের দাবি হামাসের ঘাঁটি রয়েছে সেখানে। যদিও এ দাবি অস্বীকার করে আসছে হামাস।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ