ঢাকা, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

সিরিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব চায় চীন

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৭

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব চায় চীন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনা শেষে সিরিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেন শি। দুই নেতা এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এই সাক্ষাৎ করেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার সিরিয়ার প্রতিপক্ষ বাশার আল-আসাদ শুক্রবার যৌথভাবে চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

যৌথ ঘোষণায় শি জিনপিং উল্লেখ করেছেন, কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। চীন সিরিয়ার সাথে সম্পর্ককে সমৃদ্ধ করতে এবং চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্বকে ক্রমাগত এগিয়ে নিতে ইচ্ছুক।

চীনের প্রশংসা করে আসাদ বলেন, চীন সর্বদা আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচারের সাথে নিজেকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক আইন ও মানবতাবাদকে সমুন্নত রেখে একটি গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক ভূমিকা পালন করছে।

সিরিয়ার পক্ষ সিরিয়ার জনগণের প্রতি সমর্থনের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আসাদ। তিনি বলেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে দীর্ঘমেয়াদি অংশীদার হতে ইচ্ছুক সিরিয়া।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ