ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

ভারত চাঁদে পৌঁছেছে, পাকিস্তান ভিক্ষা করছে : নওয়াজ শরিফ

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৩

পাকিস্তানের চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার জন্য দেশটির সাবেক সেনা জেনারেল ও বিচারকদের দায়ী করেছেন পাকিস্তানের স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

তিনি বলেন, যখন ভারত চাঁদে পৌঁছেছে, তখন বিশ্বের কাছে ভিক্ষা করছে পাকিস্তান।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও লিংকের মাধ্যমে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এক দলীয় বৈঠকে তিনি এই কথা বলেন। -খরব পিটিআই’র।

গত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনীতিতে ভয়াবহ পতন চলছে। যা দেশটির দরিদ্র জনসাধারণের জীবনযাপনের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। নজিরবিহীনভাবে বেড়ে চলা পাকিস্তানের মূল্যস্ফীতির হার ইতিমধ্যে দুই সংখ্যার ঘরে পৌঁছেছে।

নওয়াজ শরিফ বলেন, আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে দেশে তহবিল ভিক্ষা করতে যাচ্ছেন, যখন ভারত চাঁদে পৌঁছেছে এবং জি-২০ সম্মেলন করছে। ভারতের এসব অর্জন কেন পাকিস্তান করতে পারেনি। এর জন্য কে দায়ী?

তিনি আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন ভারতের রিজার্ভ ছিল মাত্র এক বিলিয়ন ডলার। কিন্তু আজ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৬০০ বিলিয়ন ডলারে। ভিডিও বৈঠকে নওয়াজ শরিফ প্রশ্ন করে বলেন, ভারত আজ কোথায় পৌঁছেছে? আর পাকিস্তান বিশ্বের কাছে কিছু অর্থের জন্য ভিক্ষা করছে।

নগদ অর্থ সংকটে বিপর্যস্ত অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে পাকিস্তান। গত জুলাইয়ে পাকিস্তানে ১ দশমিক ২ বিলিয়ন ডলারের বেলআউট দিয়েছে আইএমএফ। দেশটির অস্থিতিশীল অর্থনীতিকে স্থিতিশীল করার সরকারি প্রচেষ্টায় সমর্থন জানাতে ৯ মাসের জন্য ৩ বিলিয়ন ডলারের বেলআউট কর্মসূচির অংশ হিসেবে ওই অর্থ দিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, চার বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২১ অক্টোবর দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আগামী নির্বাচনে তার রাজনৈতিক দল পিএমএল-এনের রাজনৈতিক প্রচারণার নেতৃত্ব দিতে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন।

২০১৮ সালে পাকিস্তানের আলোচিত আল আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। এই মামলায় লাহোরের কোট লাখপাত কারাগারে ৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য ২০১৯ সালের ১৯ নভেম্বর লন্ডনে যান নওয়াজ শরিফ।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ