নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফায়েজ ঈসা। রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আরিফ আলভি তাকে শপথবাক্য পাঠ করান।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান আসিম মুনিরও এসময় উপস্থিত ছিলেন। এসময় নতুন প্রধান বিচারপতির স্ত্রী সারিনা ইসাও তার পাশে ছিলেন।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রোববার আইওয়ান-ই-সদরে প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ঈসার শপথ অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের পর বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করা হয়। পরে প্রেসিডেন্ট আলভি বিচারপতি ঈসাকে শপথবাক্য পাঠ করান।
পাকিস্তানের নতুন এই বিচারপতি ১৯৫৯ সালের ২৬ অক্টোবর কোয়েটায় জন্মগ্রহণ করেন। তার বাবা লেট কাজী মোহাম্মাদ ঈসা পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার সময় একজন সম্ভ্রন্ত নেতা ছিলেন। এছাড়া তিনি কায়েদি আজম মোহাম্মাদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ ছিলেন।
কোয়েটাতেই তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর তিনি করাচি গ্রামার স্কুল থেকে ও এবং এ লেভেল শেষ করেন। পরে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। সেখানে তিনি কোর্ট স্কুল অব ল থেকে আইনি পেশায় ডিগ্রি লাভ করেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ