ঢাকা, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০, ১৯ রবিউল আউয়াল ১৪৪৫

প্রেমিকার ১০ মিনিটের চুমুতে কানের পর্দা ফেটে হাসপাতালে তরুণ

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২৩, ১৮:১৪
ছবি - সংগৃহীত

প্রেমিকার সঙ্গে কিছুটা সময় কাটাবেন বলে লেকের ধারে গিয়েছিলেন তরুণ। অন্তরঙ্গ মুহূর্তও তৈরি হয় দু’জনের মধ্যে। প্রেমিকার ঠোঁটে চুমুও এঁকে দেন তরুণ। কিন্তু ‘আদর’ করতে গিয়ে যে বিপদ ধেয়ে আসবে তা বুঝতে পারেননি তরুণ। প্রেমিকাকে চুমু খাওয়ার সময় কানে তীব্র যন্ত্রণা হতে শুরু করে তার। সহ্য করতে না পেরে রাতারাতি হাসপাতালে ছুটে যান তিনি। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, বহুক্ষণ ধরে চুমু খাওয়ার কারণে কানের পর্দা ফেটে গিয়েছে তার। মঙ্গলবার এই ঘটনাটি চিনের পূর্ব জেজিয়াং প্রদেশের ওয়েস্ট লেক এলাকায় ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রেমিকাকে দশ মিনিট ধরে চুমু খাচ্ছিলেন ওই তরুণ। সেই সময় কানে অসহ্য যন্ত্রণা শুরু হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ছুটে যান তরুণ। চিকিৎসক পরীক্ষা করে জানান, চুমু খাওয়ার সময় সঙ্গীর ঠোঁটের সঙ্গে তরুণের ঠোঁট আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকার ফলে শ্বাস নিতে সমস্যা হয়। ঠিক মতো শ্বাস নিতে না পারার কারণে কানের পর্দায় চাপ সৃষ্টি হয় এবং কানের পর্দায় চিড় ধরে যায় তরুণের। চিকিৎসকের দাবি, টানা দু’মাস ওষুধ খেলে তরুণ আবার সুস্থ হয়ে উঠবেন।

এই ধরনের ঘটনা প্রথম নয়, এর আগেও চুমু খেতে গিয়ে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছিল এক তরুণীর। ২০ বছরের সেই তরুণীও ছিলেন চিনের বাসিন্দা। ২০০৮ সালে প্রেমিককে চুমু খেতে গিয়ে কানের পর্দা ফেটে যায় তরুণীর। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এর ফলে আংশিক বধিরও হয়ে যান তিনি। আনন্দবাজার।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ